নিজস্ব প্রতিবেদন: ১২ ও ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে আইপিএল-এর মেগা নিলাম (IPL Mega Auction 2022) অনুষ্ঠান। হাতে আর মাত্র কয়েকদিন। তারপরেই ১৫তম 'ক্রোড়পতি লিগ'-এ খেলোয়াড় কেনাবেচার প্রক্রিয়া। মঙ্গলবার বিসিসিআই (BCCI) জানিয়ে দিয়েছে যে, এবার নিলামে উঠছেন ৫৯০ জন ক্রিকেটার। আর এই তালিকাতেই রয়েছে মনোজ তিওয়ারির (Manoj Tiwary) নাম! প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের নাম দেখে চমকেছেন অনেকেই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাজ্যের যুবকল্যাণ এবং ক্রীড়া দফতরের প্রতিমন্ত্রী মনোজ অতীতে দিল্লি, কলকাতা, পুণে ও পঞ্জাবের হয়ে আইপিএল খেলেছেন। ৩৬ বছর বয়সী ক্রিকেটার ক্রিকেটে প্রত্যাবর্তন করেছেন ক্রিকেটে। প্রাক্তন বঙ্গজ অধিনায়ককে রঞ্জি ট্রফির লড়াইতেও নামতে দেখা যাবে। মনোজ নিজের বেস প্রাইস রেখেছেন ৫০ লক্ষ টাকা। আইপিএলে ৯৮ ম্যাচ খেলা মনোজ ১৬৯৫ রান করেছেন ব্যাট হাতে। তাঁর ঝুলিতে রয়েছে ৭টি হাফ-সেঞ্চুরি। বল ঘুরিয়েও পেয়েছেন এক উইকেট। মনোজকে যদি কোনও ফ্র্যাঞ্চাইজি নিলামে দলে নেয়, তাহলে তিনি চার বছর পর আইপিএলে প্রত্যাবর্তন করবেন। শেষবার মনোজ পঞ্জাবের হয়ে খেলেছেন ২০১৮ সালে।


আরও পড়ুন: Manoj Tiwary: 'নির্বাচকরা রাহুলের মধ্যে ভারতের অধিনায়ক হওয়ার কী দেখলেন?'


নিলামে উঠতে চলা ৫৯০ জন ক্রিকেটারদের মধ্যে ২২৮ জন 'ক্যাপড' (দেশের হয়ে খেলেছেন) ও ৩৫৫ জন 'আনক্যাপড' (দেশের হয়ে খেলেননি)। ৭ জন ক্রিকেটার থাকছেন অ্যাসোসিয়েট দেশ থেকেও। সর্বোচ্চ ২ কোটি টাকা রিজার্ভ প্রাইস রাখা হয়েছে। তালিকায় রয়েছেন ৪৮ জন ক্রিকেটার। ১.৫ কোটি টাকার রিজার্ভ প্রাইসে আছেন ২০ জন ক্রিকেটার। ১ কোটি টাকার রিজার্ভ প্রাইসে রয়েছেন ৩৪ জন ক্রিকেটার। নিলামে বেশ কিছু তারকার নাম নেই। যা দেখে চমকেছেন ক্রিকেট ফ্যানরা। রইল সেই তালিকা।


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App