Shamar Joseph | KKR vs LSG | IPL 2024: অভিষেকেই বিড়ম্বনা, প্রথম ওভারে ১০ বল! খবরে লারার দেশের তারা

West Indies sensation Shamar Joseph bowls 10 ball over on IPL debut and givse 22 run: আইপিএল অভিষেক একেবারেই স্মরণীয় হল না শামার জোসেফের। তিনি ভুলে যেতে চাইবেন প্রথম ম্য়াচ।   

Updated By: Apr 14, 2024, 07:52 PM IST
Shamar Joseph | KKR vs LSG | IPL 2024: অভিষেকেই বিড়ম্বনা, প্রথম ওভারে ১০ বল! খবরে লারার দেশের তারা
শামার হতাশ তাঁর বোলিংয়ে!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শামার জোসেফ (Shamar Joseph), লখনউ সুপার জায়েন্টসের জার্সিতে আইপিএল অভিষেক করলেন কেকেআর নাইট রাইডার্সের (KKR vs LSG,  IPL 2024) বিরুদ্ধে। যদিও তাঁর অভিষেক একেবারেই সুখকর হল না। চলতি বছর আন্তর্জাতিক ক্রিকেটে আলোড়ন ফেলা শামার পাঁচ ম্য়াচ ছিলেন রিজার্ভে। ষষ্ঠ ম্য়াচে লখনউ কোচ জাস্টিন ল্য়াঙ্গার তাঁকে নিয়েই দল করতে বাধ্য় হন। চোটের জন্য় ময়াঙ্ক যাদবকে পায়নি লখনউ। ফলে শামারকে নিতেই হত পেস বিভাগে শক্তি বাড়ানোর জন্য়। 

আরও পড়ুন: সমালোচকদের আঙুল নামিয়ে দিলেন স্টার্ক, কেকেআরের দুরন্ত জয়ে সঙ্গী সল্টও

শামারের রবিবার একেবারে মাঠে মারা গেল। তাঁর টিম যেমন হারল আট উইকেটে, তেমন তিনিও অভিষেকেই বিড়ম্বনা বাড়ালেন। নির্দিষ্ট কোটার বল করে শামার ৪৭ রান দিয়েছেন। পাননি একটি উইকেটও। এর পাশাপাশি তিনি আইপিএল অভিষেকের প্রথম ওভারই করলেন ১০ বলের! প্রথম ওভারেই দিলেন ২২ রান। প্রথম বলটি করলেন ডট। দ্বিতীয় বলে লেগ বাই। তৃতীয় বলে সুনীল নারিন মারলেন চার। চতুর্থ বলে দুই রান। পঞ্চম বলে বাই। ষষ্ঠ ডেলিভারিতে হল নো বল! করে ফেলেন ওভারস্টেপিং। সপ্তম বলে আবার ওয়াইড। অষ্টম বলে ফের ওয়াইড। নবম বল নো এবং দশম বলে ফিল সল্ট তাঁকে ছয় মারেন। বাধ্য় হয়ে রাহুল এসে তাঁকে আত্মবিশ্বাসের ডোজ দিয়ে যান। 

২৪ বছরের সব্য়সাচী শামার চলতি বছরই ওয়েস্ট ইন্ডিজের  হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট অভিষেক করেছিলেন। জোড়া টেস্টে তাঁর ঝুলিতে এসেছিল ১৩ উইকেট। দেশের জার্সিতে জোসেফ আর কোনও ফরম্য়াটেই ক্রিকেট খেলেননি। ঘরোয়া ক্রিকেটে চোখ রাখলে দেখা যাবে যে, জোসেফ মাত্র সাতটি প্রথম শ্রেণির ম্য়াচ খেলেছেন তিনি। দু'টি করে লিস্ট এ ও টি-২০ খেলেছেন। সেখানে সব মিলিয়ে জোসেফের উইকেটের সংখ্য়া ৩৬। 
 
জোসেফ  বাঁ-হাতে ব্য়াট করেন, ডান হাতে করেন ব্য়াট। গত জানুয়ারি মাসে তিন ফরম্য়াটে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ গিয়েছিল অস্ট্রেলিয়ায়দুই দেশের মধ্য়ে জোড়া টেস্ট, তিনটি একদিনের আন্তর্জাতিক ওয়ানডে ও সমসংখ্য়ক টি-২০ খেলা হয়েছিল। তবে একটা অসাধারণ টেস্ট সিরিজ দেখেছিল বাইশ গজ। আয়োজক দেশ অস্ট্রেলিয়া অ্য়াডিলেডে প্রথম টেস্ট জেতে ১০ উইকেটে। আর দ্বিতীয় টেস্টেই ঘুরে দাঁড়ায় উইন্ডিজ। প্য়াট কামিন্সের বিশ্বসেরা দলের দম্ভচূর্ণ করে দিয়েছিল ক্রেগ ব্রাথওয়েটের বিশ্বের আট নম্বর টেস্ট দল। ব্রিসবেনে আট রানে টেস্ট জিতে উইন্ডিজ টেস্ট সিরিজ ১-১ শেষ করেছে। এক-আধ বছর পর নয়, পাক্কা ২৭ বছর অস্ট্রেলিয়াকে টেস্টে হারায় মেরুন জার্সিধারীরা। গাবা টেস্টে একাই সাত উইকেট তুলে নেন জোসেফ । তারপর থেকেই তিনি চলে আসেন প্রচারের আলোয়। 

শুধু পারফরম্য়ান্সের জন্য়ই জোসেফ নিয়ে আলোচনা হয়নি। তাঁকে নিয়ে কথা হয়েছিল বাইশ গজে রূপকথার মতো আবির্ভাবের জন্য়। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্স সোশ্য়াল মিডিয়ায় সকলের কাছে আবেদন করেছিলেন, একবার শামারের ক্রিকেটীয় যাত্রাটা জানার জন্য়। গায়ানার নির্জন গ্রাম বারাকারা থেকে উঠে এসেছেন জোসেফ। এই গ্রামের নিকটবর্তী শহর নিউ আমস্টারডাম। গ্রাম থেকে নৌকা করে শহরে যেতে সময় লাগে দু'ঘণ্টা। ২০১৮ সালে এই গ্রাম জানতে পেরেছে যে, ইন্টারনেট কাকে বলে! ছোটবেলায় ক্রিকেট ছিল জোসেফের অবসর সময়ের খেলা। সেখানে কোনও খেলার মাঠও ছিল না। জোসেফের বন্ধুরা ঘরের আশেপাশেই নকল মাঠ বানিয়ে ছিলেন। এমনকী তাঁরা বল তৈরি করতেন ফল আর বোতল গলানো প্লাস্টিক দিয়ে। শুরুর দিকে জোসেফের বাবা-মা কখই চাননি যে, ছেলে ক্রিকেট খেলুক, তাঁরা চেয়েছিলেন চেলে ধর্মাচার করুক, শনিবার যেন নিষ্ঠা ভরে চার্চের কাজকর্মই সারে। 

জোসেফ প্রাপ্তবয়স্ক হওয়ার পরেই সিদ্ধান্ত নেন যে, তাঁকে ক্রিকেটারই হতে হবে। শুরু করেন পূর্ণ সময়ের ট্রেনিং। ক্রিকেটের জন্য়ই জোসেফ গ্রাম ছেড়ে চলে আসেন নিউ আমস্টারডামে। এখানে এসে অর্থ উপার্জনের জন্য় ঘণ্টার পর ঘণ্টা নিরাপত্তারক্ষী ও নির্মাণকর্মীর কাজ করতেন। জোসেফ দেখিয়ে দেন যে, স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য় জীবনে কী কী করা যেতে পারে। কঠোর অধ্য়াবসায়কে হাতিয়ার করেই সকল প্রতিকূলতাকে জয় করা যায়। আর এই জোসেফ এখন খেলছেন আইপিএল। সঞ্জীব গোয়েঙ্কার দল তাঁকে নিয়েছে মার্ক উডের পরিবর্তে। জোসেফ পাচ্ছেন তিন কোটি টাকা।

আরও পড়ুন: WATCH | Virat Kohli And Rohit Sharma: খেলার ফাঁকে দুই মহানক্ষত্র মাখলেন আদরে, তাঁদের 'ব্রোম্যান্স' এখন ভাইরাল নেটপাড়ায়

.