শুভমান লম্বা দৌড়ের ঘোড়া, মত রাহুলের
ভারতের এই তরুণ ব্যাটসম্যানের ব্যাটিংয়ে রীতিমত মুগ্ধ দ্রাবিড়।
![শুভমান লম্বা দৌড়ের ঘোড়া, মত রাহুলের শুভমান লম্বা দৌড়ের ঘোড়া, মত রাহুলের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/01/30/107557-gill.jpg)
নিজস্ব প্রতিবেদন: প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুভমান করেছিলেন ৬৩ রান। তারপর জিম্বাবোয়ের বিরুদ্ধে ৯০ ও কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে ৮৬ রানের একটি ঝকঝকে ইনিংস খেলেছিলেন ভারতের এই তরুণ ব্যাটসম্যান। পাকিস্তানের বিরুদ্ধেও সেমিফাইনালে ভারতকে বড় রান গড়তে সাহায্য করল সেই শুভমানেরই ব্যাট। ১০২ রানে অপরাজিত থেকে ভারতীয় দলকে ২৭২ রানে পৌঁছে দিয়ে জয়ের ভিত গড়ে দেন শুভমান।
আরও পড়ুন- রাহুলের ভারতকে পুরস্কৃত করবে বিসিসিআই
তার এই অনবদ্য ব্য়াটিংয়ের সৌজন্যে ম্যাচের সেরাও হয়েছেন তিনি। দলের কোচ রাহুল দ্রাবিড় ছিলেন ব্যাটিং লাইন আপে তিন নম্বরে ভারতীয় দলের অন্যতম সেরা ব্যাটসম্যান। সেই তিন নম্বরেই ব্যাট করছেন শুভমান। ভারতের এই তরুণ ব্যাটসম্যানের ব্যাটিংয়ে রীতিমত মুগ্ধ দ্রাবিড়। ভারতীয় ক্রিকেটের দ্য ওয়ালের মতে শুভমানের যেমন আগ্রাসন রয়েছে তেমনই ফুটওয়ার্কও অসাধারণ। শুভমানকে লম্বা দৌড়ের ঘোড়া হিসেবেই দেখছেন দ্রাবিড়।
আরও পড়ুন- কপিল দেব একবারই জন্মায়: আজহার
খেলার আরও খবর জানতে দেখুন স্পোর্টস ২৪, রাত ১১টায়