Kylian Mbappe: প্যারিসে এবার নতুন সান্টা, ফুটবল মাঠ থেকে সরাসরি শিশুদের কাছে...
শরণার্থী শিবিরে সান্টা ক্লজের মতো সেজে গিয়েছিলেন এমবাপে। লাল রঙ পোশাকে মুখের হাসি অমলিন থাকতে দেখা গিয়েছে। সেখানে গিয়ে শরণার্থীদের হাতে তুলে দিয়েছেন বড়দিনের উপহার।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ১৮ ডিসেম্বর লুসেল স্টেডিয়ামে শেষ হাসি হেসেছিল আর্জেন্টিনা (Argentina)। ৩৬ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপ হাতে তুলেছিলেন লিওনেল মেসি (lionel Messi)। তবে বিশ্বকাপের (FIFA World Cup 2022) মেগা ফাইনালে কিলিয়ান এমবাপের (Kylian Mbappe) আগুনে পারফরম্যান্স ভুলতে পারবেন না ফুটবলপ্রেমীরা। এহেন ২৪ বছরের ফ্রান্সের (France) তারকা এবার অন্যভাবে নজর কাড়লেন। বড়দিনে (Christmas Day) প্যারিস সঁ জরমঁ-এর (Paris Saint Germain) ফাউন্ডেশনের হয়ে সান্টা ক্লজ (Santa Claus) সেজে এমবাপে প্যারিসের শরণার্থী শিবিরে গিয়েছিলেন। সেখানে গিয়ে একাধিক শিশুর সঙ্গে সময় কাটালেন তারকা স্ট্রাইকার। সেই ছবি সোশ্যাল মিডিয়াতে এখন ভাইরাল।
আরও পড়ুন: Neymar: ফের 'প্লে অ্যাক্টিং' করে লাল কার্ড দেখলেন নেইমার, ভিডিয়ো ভাইরাল
শরণার্থী শিবিরে সান্টা ক্লজের মতো সেজে গিয়েছিলেন এমবাপে। লাল রঙ পোশাকে মুখের হাসি অমলিন থাকতে দেখা গিয়েছে। সেখানে গিয়ে শরণার্থীদের হাতে তুলে দিয়েছেন বড়দিনের উপহার। এমবাপের থেকে উপহার পেয়ে খুশি শরণার্থীরাও। ৯০ মিনিটের যুদ্ধে এমবাপে-কে আগুনে মেজাজে দেখা গিয়েছে। তবে সান্টার সাজে এমবাপে যেন এক অন্য মানুষ।
রুদ্ধশ্বাস মহাকাব্যিক ফাইনালে অবশেষে জয়। ৩৬ বছরের খরা কাটিয়ে দিয়েগো মারাদোনাকে ছুঁয়েছিলেন মেসি। কিলিয়ান এমবাপের লড়াইয়ের পরেও ফাইনাল জিতেছিল আর্জেন্টিনা। টাইব্রেকারে সেই আর্জেন্টিনার ত্রাতা হয়ে দেখা দিয়েছিলেন সেই এমিলিয়ানো মার্টিনেজ। বিশ্বকাপের ইতিহাসে নিঃসন্দেহে সেরা ফাইনাল। গোটা ম্যাচ জুড়ে বার বার বদলেছিল খেলার রং। প্রথমার্ধে মেসি ও আঞ্জেল ডি মারিয়ার গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ৮০ ও ৮২ মিনিটে জোড়া গোল করেছিলেন ফ্রান্সের তারকা। অতিরিক্ত সময়ে নিজের দ্বিতীয় গোল করলেন মেসি। খেলা শেষ হওয়ার কয়েক মিনিট আগে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেছিলেন এমবাপে। শেষ পর্যন্ত টাইব্রেকারে হয়েছিল ফাইনালের ফয়সালা। সেখানে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে বিশ্বকাপ জিতে কাতার ছেড়েছিল আর্জেন্টিনা। তবে হারলেও নিজের জাত চিনিয়েছিলেন এমবাপে।