জন্মদিনে সিরিজ জয়ের উপহার চায় কেরল, বিশ্ববাসীকে বিরাট বার্তা কোহলির!

প্রথম তিন ম্যাচে শতরানকারী ভারত অধিনায়ক আজ বাইশ গজে রানের মধ্যে ফিরতে চাইবেন। বড় রানের খোঁজে ওপেনার শিখর ধাওয়ানও।

Updated By: Nov 1, 2018, 08:00 AM IST
জন্মদিনে সিরিজ জয়ের উপহার চায় কেরল, বিশ্ববাসীকে বিরাট বার্তা কোহলির!

নিজস্ব প্রতিবেদন :  আজ তিরুবনন্তপুরমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ তথা পঞ্চম একদিনের ম্যাচে মাঠে নামছে বিরাট অ্যান্ড কোম্পানি। ব্র্যাবোর্নে জিতে সিরিজে ২-১ এ এগিয়ে কোহলিরা। আজ গ্রিনফিল্ড স্টেডিয়ামে ক্যারিবিয়ানদের হারাতে পারলেই সিরিজ পকেটে পুরে ফেলবে টিম ইন্ডিয়া।

এদিকে 'কেরল পিরাভি' নিয়ে মেতে উঠেছে সৈকত শহর। স্থানীয় ভাষায় কেরল দিবসকে বলা হয়-'কেরল পিরাভি'। আজ থেকে ৬২ বছর আগে এদিনই কেরলের পথচলা শুরু হয়েছিল। স্বাধীনতার নয় বছর পর ১৯৫৬ সালের পয়লা নভেম্বর মালাবার, কোচিন ও ত্রাভাঙ্কোরকে নিয়ে গঠন করা হয়েছিল কেরল রাজ্য। আক্ষরিক অর্থে আজ কেরলের জন্মদিন। সেই জন্মদিনে বিরাটদের কাছে সিরিজ জয়ের আবদার কেরলবাসীর।

আরও পড়ুন - 'স্ট্যাচু অফ ইউনিটি' উন্মোচনের দিনে চেন্নাইতে আত্মপ্রকাশ ৩৫ ফুটের ধোনির

ব্র্যাবোর্নে চতুর্থ একদিনের ম্যাচে রান পাননি অধিনায়ক বিরাট কোহলি। প্রথম তিন ম্যাচে শতরানকারী ভারত অধিনায়ক আজ বাইশ গজে রানের মধ্যে ফিরতে চাইবেন। বড় রানের খোঁজে ওপেনার শিখর ধাওয়ানও। তেমনই রানের খোঁজে প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও। শেষ ম্যাচে এমএসডির ব্যাটে একটা বড় রানের আশায়  অল কেরালা ধোনি ফ্যান অ্যাসোসিয়েশের তরফে ত্রিবান্দ্রামের গ্রিনফিল্ড স্টেডিয়ামের বাইরে তাঁর ৩৫ ফুট উচ্চতার কাট আউট বসিয়েছেন মাহিভক্তরা।

অগাস্টেই গত এক দশকের সবচেয়ে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়ে কেরল। বন্যার ত্রাস অবশ্য তিরবনন্তপুরমকে স্পর্শ করেনি। তবে সেই প্রাকৃতিক বিপর্যয় কাটিয়ে আবার ছন্দে ফিরেছে 'ঈশ্বরের নিজের দেশ'। কেরলের সৌন্দর্যে মুগ্ধ ভারত অধিনায়ক বিরাট কোহলিও। কেরল এখন নিরাপদ- নিজের হাতে চিঠি লিখে বিশ্ববাসীকে এই বার্তাই দিয়েছেন বিরাট কোহলি। চিঠিতে ভারত অধিনায়ক লিখেছেন, "কেরলের সৌন্দর্য মন ছুঁয়ে যাওয়ার মতো। এখানে এলে খুবই আনন্দ হয়। সবার এখানে একবার করে ঘুরে যাওয়া উচিত। বন্যাবিধ্বস্ত কেরল আবার ঘুরে দাঁড়িয়েছে। এখানে আসা পুরোপুরি নিরাপদ।"

.