ওয়েব ডেস্ক: আজ রাতে ইউরো কাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি পর্তুগাল ও ওয়েলস। এক নজরে দেখে নেওয়া যাক পরিসংখ্যানের বিচারে এই দুই দেশের মধ্যে কারা এগিয়ে--


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মেগা টুর্নামেন্টে এই প্রথম মুখোমুখি হচ্ছে এই দুই দেশ। তিনবারের সাক্ষাতে দুবার জিতেছেন পর্তুগাল। একবার জয় পেয়েছে ওয়েলস।  


চলতি ইউরোয় ফর্মের বিচারে পর্তুগালের সঙ্গে পাল্লা দিয়েছে ওয়েলস। রোনাল্ডোদের থেকে গোলও বেশি করেছেন বেলরা।


এবারের ইউরোয় পর্তুগাল গোল করেছে ৬টি। ওয়েলস গোল করেছে ১০টি।


ইউরো ও বিশ্বকাপ মিলিয়ে এই নিয়ে সপ্তমবার সেমিফাইনালে খেলছে রোনাল্ডো অ্যান্ড কোম্পানি। অন্যদিকে, প্রথমবার সেমিফাইনালে খেলে ইতিমধ্যে ইতিহাস গড়ে ফেলেছে ওয়েলস। এমন পরিস্থিতিতে ইউরোর ফাইনালে ওঠার সুযোগ দুই দেশের সামনে।


ফিফা র‍্যাঙ্কিংয়ে ইউরোপের সেরা দল বেলজিয়ামকে হারিয়ে সেমিতে ওয়েলস। ফুটছেন টেলর,লেডলিরা। ইউরোয় স্বপ্নের ফর্মটা রূপকথায় পরিণত করতে চায় ওয়েলস। ড্রাগনের গর্জনটা রোনাল্ডোদের শুনিয়ে দিতে চাইছেন কোলম্যান ব্রিগেড।


আরও পড়ুন আজ সেমিফাইনালে ওয়েলসের স্বপ্নের রথ বনাম পর্তুগালের 'গোল্ডেন লাক'