BCCI: অনুশীলনে কোহলির পাশে ছুটছেন কে? তালগোল পাকিয়ে গেল অনুরাগীদের
কোহলির সঙ্গে যাকে ট্রেনিং করতে দেখা যাচ্ছে, তিনি টিম ইন্ডিয়ার স্ট্রেন্থ অ্যান্ড পারফরম্যান্স কোচ সোহম দেশাই। শঙ্কর বাসুর জায়গায় যিনি যোগ দিয়েছেন ভারতীয় দলে।
নিজস্ব প্রতিবেদন: টিম ইন্ডিয়ার একটা ইউনিট যখন ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলছে, ঠিক তখনই অন্য ইউনিট ব্রিটিশ মুলুকে। এবার মিশন ইংল্যান্ড। চেতেশ্বর পূজারা ও বিরাট কোহলিরা নেমে পড়েছেন মাঠে। শুরু করে দিয়েছেন অনুশীলন। বিসিসিআই সেই ছবি শেয়ার করেছে। তবে বিরাটদের অনুশীলনে এক 'রহস্যময়' ব্যক্তির উপস্থিতি চমকে দিয়েছে ক্রিকেট অনুরাগীদের। জসপ্রীত বুমরা, উমেশ যাদব, মহম্মদ শামি ও চেতেশ্বর পূজারার সঙ্গেই টিম ইন্ডিয়ার প্র্যাকটিস জার্সিতে ইনি কে! এক ফ্যান আবার ঈশান কিশান ভেবেও ফেললেন! কোহলির সঙ্গে যাকে ট্রেনিং করতে দেখা যাচ্ছে, তিনি টিম ইন্ডিয়ার স্ট্রেন্থ অ্যান্ড পারফরম্যান্স কোচ সোহম দেশাই। শঙ্কর বাসুর জায়গায় যিনি যোগ দিয়েছেন ভারতীয় দলে।
করোনার জন্য গত মরশুমে ইংল্যান্ডের বিরুদ্ধে একেবারে শেষ মুহূর্তে ম্যাঞ্চেস্টার টেস্ট বাতিল হয়ে যায়। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল কোহলির ভারত । গত সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের পঞ্চম তথা শেষ টেস্ট ছিল ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে। বাতিল হওয়া ম্যাঞ্চেস্টার টেস্ট ১-৫ জুলাই হবে বার্মিংহ্যামের এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে।এরপরেই ভারত-ইংল্যান্ড সীমিত ওভারের ক্রিকেটে ডজন ম্যাচ খেলবে। হবে তিনটি টি-২০ ও তিনটি ওয়ানডে ম্যাচ। খেলা শুরু টেস্ট শেষ হওয়ার ঠিক দু'দিন পর ৭ জুলাই থেকে। আগামী ২৪-২৭ জুলাই লেস্টারশায়ারের বিরুদ্ধে ভারত প্রস্তুতি ম্যাচ খেলবে।
গত ২২ মে ভারতের এজবাস্টন টেস্টের জন্য ঘোষিত দল: অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma (Capt), ভাইস ক্য়াপ্টেন কেএল রাহুল (KL Rahul,VC), শুভমান গিল (Shubman Gill), বিরাট কোহলি (Virat Kohli), শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), হনুমা বিহারী (Hanuma Vihari), চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara), ঋষভ পন্থ (Rishabh Pant,wk), কেএস ভারত (KS Bharat,wk), রবীন্দ্র জাদেজা (R Jadeja), আর অশ্বিন (R Ashwin), শার্দূল ঠাকুর (Shardul Thakur), মহম্মদ শামি (Mohd Shami), জসপ্রীত বুমরা (Jasprit Bumrah), মহম্মদ সিরাজ (Mohd Siraj), উমেশ যাদব (Umesh Yadav) ও প্রসিদ্ধ কৃষ্ণা (Prasidh Krishna)। (যদিও চোটের জন্য় নেই রাহুল। তিনি চিকিৎসার জন্য যাচ্ছেন জার্মানিতে)
আরও পড়ুন: Dhoni-Hardik: ধোনির এই পরামর্শেই বদলে গিয়েছেন হার্দিক! 'মাহিভাই'তে মজে তারকা অলরাউন্ডার