সচিনের দলের কোচ কে?
সচিন তেন্ডুলকরের কেরল ব্লাস্টার্সের চিফ কোচ হিসাবে দেখা যেতে পারে লেভান্তের প্রাক্তন কোচ জুয়ান ইগনেসিও মার্টিনেজকে।
ব্যুরো: সচিন তেন্ডুলকরের কেরল ব্লাস্টার্সের চিফ কোচ হিসাবে দেখা যেতে পারে লেভান্তের প্রাক্তন কোচ জুয়ান ইগনেসিও মার্টিনেজকে।
যুবভারতীতে আইএসএলের ম্যাচ অনিশ্চিত! কেন?
গত দু বছর কেরল দলের দায়িত্ব ছিলেন ব্রিটিশ কোচেরা। সেই মোহ ছেড়ে এবার স্প্যানিশ কোচের দিকে ঝুঁকে সচিনের দল। জুয়ান ইগনেসিও-র সঙ্গে কথাবার্তা অনেকদূর এগিয়েছে কেরল ব্লাস্টার্সের। দুহাজার এগারো-বারো মরসুমে মার্টিনেজের কোচিংয়ে লা লিগায় ষষ্ঠ স্থানে শেষ করেছিল লেভান্তে। শুধু তাই নয় সেই মরসুমে হোসে মোরিনহোর রিয়াল মাদ্রিদকে এক গোলে হারিয়েছিল লেভান্তে। একান্ত বছয় বয়সী মার্টিনেজ ভ্যালাডলিড আর আলমেরিয়ার মত দলেরও কোচিং করিয়েছেন। সচিনের দলের কোচিং স্টাফেদের মধ্যে দেখা যেতে পারে অ্যাসলে ওয়েস্টউডকেও।