ক্রিকেটের নন্দন কাননে ইন্ডিয়া নয়, ফাইনাল খেলবে ওয়েস্ট ইন্ডিজ

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিল ভারত। সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গেল টিম ইন্ডিয়া। ওয়াংখেড়েতে ৭ উইকেটে হেরে গেল টিম ধোনি। প্রথমে ব্যাট করে নির্ধারিত কুড়ি ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯২ রান করে ভারত। ফের বাইশ গজে দুরন্ত খেলেন বিরাট কোহলি। অপরাজিত ৮৯ রান করেন তিনি। জবাবে ব্যাট করতে নেমে ব্যক্তিগত ৫ রানেই আউট হয়ে যান ক্রিস গেইল। তবে বিধ্বংসী ব্যাটিং করেন সিমন্স। অপরাজিত ৮২ রান করে তিনি। ২ বল বাকি থাকতেই ম্যাচ জিতে যান ক্যারিবিয়ানরা। ওয়েস্ট ইন্ডিজের সর্বশেষ স্কোর ৩ উইকেটে ১৯৬। ৩ এপ্রিল ইডেনে ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ।

Updated By: Apr 1, 2016, 09:28 AM IST
ক্রিকেটের নন্দন কাননে ইন্ডিয়া নয়, ফাইনাল খেলবে ওয়েস্ট ইন্ডিজ

ওয়েব ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিল ভারত। সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গেল টিম ইন্ডিয়া। ওয়াংখেড়েতে ৭ উইকেটে হেরে গেল টিম ধোনি। প্রথমে ব্যাট করে নির্ধারিত কুড়ি ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯২ রান করে ভারত। ফের বাইশ গজে দুরন্ত খেলেন বিরাট কোহলি। অপরাজিত ৮৯ রান করেন তিনি। জবাবে ব্যাট করতে নেমে ব্যক্তিগত ৫ রানেই আউট হয়ে যান ক্রিস গেইল। তবে বিধ্বংসী ব্যাটিং করেন সিমন্স। অপরাজিত ৮২ রান করে তিনি। ২ বল বাকি থাকতেই ম্যাচ জিতে যান ক্যারিবিয়ানরা। ওয়েস্ট ইন্ডিজের সর্বশেষ স্কোর ৩ উইকেটে ১৯৬। ৩ এপ্রিল ইডেনে ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ।

.