বিশ্বকাপের প্রাথমিক দলে মনোজ, ঋদ্ধি, দিন্দা, সামি। দলে গত বিশ্বকাপের মাত্র চারজন

বি‌শ্বকাপের প্রাথমিক ৩০ জনের দলের নাম ঘোষণা করলেন নির্বাচকরা। দল নির্বাচনে তারুণ্য ও সাম্প্রতিক পারফরম্যান্সের ওপর জোর দেওয়া হয়েছে। বাংলা থেকে তিনজন ক্রিকেটার দলে ঠাঁই পেয়েছেন। রয়েছেন জম্মু কাশ্মীরের অল রাউন্ডার পারভেজ রসুল। সেওয়াগ, যুবরাজ, জাহির, হরভজন, গম্ভীর ছাড়া উল্লেখযোগ্য নাম হিসাবে বাদ পড়লেন দীনেশ কার্তিক, নমন ওঝা।

Updated By: Dec 4, 2014, 04:41 PM IST

ওয়েব ডেস্ক: বি‌শ্বকাপের প্রাথমিক ৩০ জনের দলের নাম ঘোষণা করলেন নির্বাচকরা। দল নির্বাচনে তারুণ্য ও সাম্প্রতিক পারফরম্যান্সের ওপর জোর দেওয়া হয়েছে। বাংলা থেকে চারজন ক্রিকেটার দলে ঠাঁই পেয়েছেন। রয়েছেন জম্মু কাশ্মীরের অল রাউন্ডার পারভেজ রসুল। সেওয়াগ, যুবরাজ, জাহির, হরভজন, গম্ভীর ছাড়া উল্লেখযোগ্য নাম হিসাবে বাদ পড়লেন দীনেশ কার্তিক, নমন ওঝা। গত বিশ্বকাপে খেলা মাত্র চারজন ক্রিকেটার এই দলে ঠাঁই পয়েছেন। তাঁরা হলেন ধোনি, কোহলি, রায়না, অশ্বিন।

বিশ্বকাপে ৩০ জনের দল-মহেন্দ্র সিং ধোনি, শিখর ধাওয়ান, রোহিত শর্মা, আজিঙ্কা রাহানে, রবীন উথাপ্পা, বিরাট কোহলি,সুরেশ রায়না, আম্বাতি রায়াড়ু, মনোজ তিওয়ারি, কেদার যাদব, মনীশ পান্ডে, ঋদ্ধিমান সাহা, সঞ্জু স্যামসন, রবিচন্দ্রন অশ্বিন, পারভেজ রসুল, করণ শর্মা, অমিত মিশ্র,রবীন্দ্র জাদেজা,অক্ষর প্যাটেল, ইশান্ত শর্মা,ভুবনেশ্বর কুমার, মহম্মদ সামি, বরুণ অ্যারন,উমেশ যাদব, ধবল কুলকার্নি, স্টুয়ার্ট বিনি, মোহিত শর্মা, অশোক দিন্দা, কুলদীপ যাদব, মুরলী বিজয়।

ইঙ্গিতটা ছিলই। সেটাই সত্যি হল। ২০১১ বিশ্বকাপে যারা দেশকে ট্রফি এনে দিয়েছিলেন তারাই বাদ পড়ে গেলেন '১৫ বিশ্বকাপের প্রাথমিক ৩০ জনের দলে। বীরেন্দ্র সেওয়াগ, গৌতম গম্ভীর, হরভজন সিং, যুবরাজ সিং, জাহির খান। গত বিশ্বকাপে ম্যান অফ দি টুর্নামেন্ট হয়েছিলেন যুবরাজ সিং। ১১ বিশ্বকাপে যারা ছিলেন দলের অপরিহার্য সদস্য চার বছর পরের বিশ্বকাপে তাঁরা প্রাথমিক দলেও ঠাঁই পেলেন না। বিশ্বকাপের চূড়ান্ত ১৫ জনের দলেও এঁদের থাকার সম্ভাবনা কার্যত শেষ হয়ে গেল।  

তরুণ ক্রিকেটারদের দারুণ পারফরম্যান্সের কাছে ম্লান হয়ে পড়ছিলেন যুবরাজ, সেওয়াগরা। কিন্তু তবু মনে করা হচ্ছিল অভিজ্ঞতার কাথা মাথায়া রেখে যুবরাজ, হরভন হয়তো সুযোগ পাবেন কিন্তু সন্দীপ পাতিলরা সেরকম কিছু না করে ধোনিকে তুলে দিলেন একঝাঁক প্রতিশ্রুতিবান তরুণ ক্রিকেটারদের।

.