ইউএস ওপেন থেকে বিদায় নিলেন ফেডেক্স-মাশা
প্রতিযোগিতার দ্বিতীয় বাছাই ফেডেরার হারলেন এমন একজনের কাছে যিনি এটিপি ক্রম তালিকায় প্রথম পঞ্চাশের মধ্যে নেই।
নিজস্ব প্রতিবেদন : ইউএস ওপেনে ইন্দ্রপতন। চতুর্থ রাউন্ড থেকে বিদায় নিলেন রজার ফেডেরার। প্রিকোয়ার্টার ফাইনালে অবাছাই জন মিলম্যানের কাছে হেরে বছরের শেষ গ্র্যান্ডস্ল্যাম থেকে বিদায় নিলেন ফেডেক্স। প্রতিযোগিতার শেষ ষোলো থেকেই বিদায় নিলেন টেনিস সুন্দরী মারিয়া শারাপোভা।
ইউএস ওপেনে পুরুষদের সিঙ্গলসে শেষ ষোলোর লড়াইয়ে অবাছাই অস্ট্রেলিয়ার জন মিলম্যানের বিরুদ্ধে প্রথম সেট অনায়াসেই জিতে নেন ২০টি গ্র্যান্ডস্ল্যামের মালিক রজার ফেডেরার। কিন্তু তারপরেই তিন সেটে হারলেন ফেডেক্স। প্রতিযোগিতার দ্বিতীয় বাছাই ফেডেরার হারলেন এমন একজনের কাছে যিনি এটিপি ক্রম তালিকায় প্রথম পঞ্চাশের মধ্যে নেই। চার সেটের লড়াইয়ে সুইস তারকাকে হারালেন মিলম্যান। শেষ দুটি সেটে টাইব্রেকারে যেভাবে হারলেন ফেডেরার, তাতে তাঁকে বড় অচেনা দেখাল। খেলার ফল মিলম্যানমের পক্ষে ৩-৬, ৭-৫, ৭-৬, ৭-৬। ফেডেরার হারায় কোয়ার্টার ফাইনালে রজার বনাম জোকার ম্যাচ হচ্ছে না। চলতি বছর তিনটি গ্র্যান্ডস্লামে খেলেছেন ৩৭ বছর বয়সী ফেডেরার। বছরের প্রথম গ্র্যান্ডস্লামে অস্ট্রেলিয়ান ওপেন জিতে দারুণ শুরু করেছিলেন। এটিপি ক্রম তালিকায় শীর্ষস্থানেও উঠেছিলেন। কিন্তু উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে কেভিন অ্যান্ডারসনে কাছে হারেন তিনি। আর এবার ইউএস ওপেনে কোয়ার্টার ফাইনালের আগেই বিদায় নিলেন তিনি।
Absolutely stunning upset as @johnhmillman defeats Federer 3-6, 7-5, 7-6, 7-6 under the lights in Arthur Ashe Stadium!
Millman's first top ten victory lands him a spot in the QF against Djokovic...#USOpen pic.twitter.com/4DPEOJpJw7
— US Open Tennis (@usopen) September 4, 2018
এদিকে, রজার ফেডেরারের মতই চতুর্থ রাউন্ড থেকে বিদায় নিলেন রুশ টেনিস গ্ল্যামার কুইন মারিয়া শারাপোভা। তাঁর থেকে ক্রম তালিকায় আট ধাপ পিছিয়ে থাকা স্পেনের কার্লা সুয়ারেজ নাভারোর কাছে স্ট্রেট সেটে হেরে বিদায় নিলেন মাশা। ফ্ল্যাশিং মিডোয় প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচে শারাপোভা হারলেন ৪-৬, ৩-৬ গেমে।