IPL 2022, GT vs LSG: Lucknow Super Giants-এর জার্সি দেখে চূড়ান্ত হতাশ টুইটার!
ম্য়াচের শুরুতেই ফ্যানরা হতাশ জার্সি দেখে!
নিজস্ব প্রতিবেদন: মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium, Mumbai) মুখোমুখি হয়েছে চলতি আইপিএলের (IPL 2022) দুই অভিষেককারী দল- গুজরাত টাইটান্স (Gujarat Titans) ও লখনউ সুপার জায়েন্টস (Lucknow Super Giants)। দুই বন্ধু হার্দিক পাণ্ডিয়া ও কেএল রাহুলের (Hardik Pandya vs KL Rahul) মধ্যে চলছে প্রতিদ্বন্দ্বিতা।
এদিন টস জিতে পাণ্ডিয়া ব্যাট করতে পাঠান রাহুলদের। লখনউয়ের জার্সির রং ও ডিজাইন দেখে ক্রিকেট ফ্যানরা চূড়ান্ত হতাশ হয়েছেন। কেউ এমনও মন্তব্য করেছেন যে, আইপিএলের ইতিহাসে জঘন্যতম জার্সি বানিয়েছে এলএসজি ( LSG)। এই প্রতিবেদনে জুড়ে দেওয়া হল জার্সি নিয়ে ফ্যানদের হতাশ প্রতিক্রিয়ার কিছু দৃষ্টান্ত।
I need to talk to the person who designed this Lucknow jersey. #IPL2022
(@Mujtaba023) March 28, 2022
Lucknow jersey reminds me of pune warriors..disastrous(@mani_AAc_) March 28, 2022
With Lucknow team jersey, the white ball will be difficult to sight
(@aritrac1984) March 28, 2022
Just how ugly is the Lucknow jersey!
(@KirtanyHeramb) March 28, 2022
Why do Lucknow Super Giants have that awful jersey?
(@vishruthbehani1) March 28, 2022
lucknow super giants' jersey reminds me of Balaji wafers cream and onion packet
(@cursednut) March 28, 2022
I need to talk to the person who designed this Lucknow jersey.
(@Mujtaba023) March 28, 2022
আইপিএলের (IPL 2022) ১৫তম সংস্করণে নতুন দুই দলের অন্তর্ভুক্তি ঘটায় টুর্নামেন্ট ফের হয়েছে ১০ দলীয়। সঞ্জীব গোয়েঙ্কার (Sanjiv Goenka) আরপিএসজি (RPSG) গ্রুপ ও সিভিসি ক্যাপিটাল (CVC Capital) 'ক্রোড়পতি' লিগে যুক্ত হয়েছে এবার। আইপিএলের আসরে নামার জন্য দুই দলের মিলিত খরচ হয়েছে ১২,৭১৫ কোটি টাকা। আরপিএসজি লখনউ ও সিভিসি ক্যাপিটাল আহমেদাবাদ শহরের ফ্র্যাঞ্চাইজি কিনেছে।
আরও পড়ুন: Ravi Shastri: 'আইপিএল খেললে অনায়াসে ১৫ কোটি টাকা পেতাম'!
আরও পড়ুন: Neeraj Chopra Receives Padma Shri: 'সোনার ছেলে' পেলেন পদ্মশ্রী পুরস্কার-WATCH