নিজস্ব প্রতিবেদন :  আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে কলকাতায় আঙুলে চোট পেয়েছিলেন। সেই চোটের কারণেই এবার দেশের মাটিতে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে অনিশ্চিত হয়ে পড়লেন উইকেটকিপার ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ইন্দো-পাক দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে কেন্দ্রের অবস্থান জানতে চাইল বিসিসিআই


শুক্রবার ইডেন গার্ডেন্সে আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে কলকাতার বিরুদ্ধে হায়দরাবাদের হয়ে মাঠে নেমেছিলেন ঋদ্ধি। সেই ম্যাচেই চোট লাগে ঋদ্ধির। সোমবার বিসিসিআই-এর তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, " চোট সারাতে এবং পরবর্তী পদক্ষেপ ঠিক করতে বিশেষজ্ঞ চিকিত্সকের পরামর্শ নেবেন ঋদ্ধি। পাশাপাশি ভারতীয় বোর্ডের মেডিক্যাল টিম তাঁর চোটের উপরে নজর রাখবে।" ১৪ জুন থেকে বেঙ্গালুরুতে আফগানিস্তানের বিরুদ্ধে শুরু টেস্ট ম্যাচ।


আরও পড়ুন- পঞ্চায়েত ভোটে বিরাট কোহলি!


চলতি বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকা সফরেও আঙুলে চোট পেয়েছিলেন ঋদ্ধিমান। পরিবর্তে সুযোগ পেয়েছিলেন পার্থিব পটেল। তাই বেঙ্গালুরুতে যদি ঋদ্ধি শেষ পর্যন্ত নামতে না পারেন, তা হলে তাঁর পরিবর্তে পার্থিব বা দীনেশ কার্তিক সুযোগ পেতে পারেন।