Wriddhiman Saha: বঙ্গ ক্রিকেটে নিজের ভবিষ্যৎ নিয়ে কী ভাবছেন? জানালেন ঋদ্ধি

গুজরাত টাইটান্সের (Gujarat Titans) হয়ে আইপিএল-এর প্লে-অফ (IPL Play offs) খেলতে কলকাতায় এসেছিলেন। নিজের শহর ছাড়ার সময় বাংলার হোয়াটসঅ্যাপ গ্রুপও ত্যাগ করে যান ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। বেশ বোঝা যাচ্ছে সিএবি-র (CAB) প্রতি তাঁর অভিমান ও ক্ষোভ একফোটাও কমেনি।

Reported By: সব্যসাচী বাগচী | Updated By: May 31, 2022, 07:56 PM IST
Wriddhiman Saha: বঙ্গ ক্রিকেটে নিজের ভবিষ্যৎ নিয়ে কী ভাবছেন? জানালেন ঋদ্ধি
এখনও পর্যন্ত নিজের পুরনো সিদ্ধান্তেই অনড় ঋদ্ধিমান সাহা। ফাইল চিত্র

সব্যসাচী বাগচী

মনে হচ্ছিল সব মিটমাট হয়ে যাবে। কিন্তু না। তেমনটা হচ্ছে না। গুজরাত টাইটান্সের (Gujarat Titans) হয়ে আইপিএল-এর প্লে-অফ (IPL Play offs) খেলতে কলকাতায় এসেছিলেন। নিজের শহর ছাড়ার সময় বাংলার হোয়াটসঅ্যাপ গ্রুপও ত্যাগ করে যান। বেশ বোঝা যাচ্ছে সিএবি-র (CAB) প্রতি তাঁর অভিমান ও ক্ষোভ একফোটাও কমেনি। কলকাতায় ফিরে এসে বঙ্গ ক্রিকেট সংস্থার সভাপতি অভিষেক ডালমিয়ার (Avishek Dalmiya) সঙ্গে আলোচনায় বসবেন। চাইবেন বাংলা ছাড়ার ছাড়পত্র। তবে এর আগে এই স্পর্শকাতর বিষয় নিয়ে বাড়তি কথা বলতে নারাজ পাপালি।

তবুও তাঁকে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করে গেল জি ২৪ ঘণ্টা। কিছু প্রশ্নের নিজের মতো করে জবাব দিলেন এই তারকা উইকেটকিপার-ব্যাটার। ঋদ্ধির সঙ্গে টেলিফোনের সেই কথোপকথন পাঠকদের জন্য তুলে ধরা হল।

প্রশ্ন) ইডেন গার্ডেন্স ও ফাইনালে রান না পাওয়ার জন্য কতটা হতাশ?

ঋদ্ধি) আমার কাছে সব ম্যাচ সমান। সব ম্যাচেই পারফর্ম করার চেষ্টা করি। তাই নিজে রান না পেলেও হতাশ নই। কারণ সেই দুটি ম্যাচেও দল দাপট দেখিয়ে জিতেছিল।

প্রশ্ন) কিন্তু ইডেনে রান পেলে কিছু মানুষকে তো জবাব দেওয়া যেত?

ঋদ্ধি) জীবনে ওই মানসিকতা নিয়ে খেলিনি। এখনও সেই নীতি বজায় রেখেছি। আর রান করলেই যে সামনের মানুষটা চুপ থেকে যাবে এমন গ্যারান্টি কোথায়!

প্রশ্ন) আইপিএল তো শেষ। এ বার কী করবেন?

ঋদ্ধি) কিছুই না। ১ জুন বাড়ি ফিরব। ব্যস তারপর শুধু পরিবারের সঙ্গে সময় কাটাব। ছেলে-মেয়ের সঙ্গে খেলব। মাঝেমধ্যে কালীঘাট মাঠে গিয়ে বাচ্চাদের ট্রেনিং দেব।

প্রশ্ন) তার মানে আপনি রঞ্জি খেলছেন না?

ঋদ্ধি) বাংলা দল তো কর্নাটক পৌঁছে গিয়েছে। আমার তো দলে যোগ দেওয়ার প্রশ্নই নেই। সেটা তো সবাই জানে। এ বার সেটা নিজের মুখে বললাম।

Wriddhiman Saha and Arun lal

প্রশ্ন) আইপিএল-এর শেষপর্ব কলকাতায় খেলতে এসে ফের বিতর্কে জড়ালেন। বাংলা দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে দেওয়ার খুব দরকার ছিল?

ঋদ্ধি) বাংলা দল সংক্রান্ত কোনও বিষয় নিয়ে এখন মন্তব্য করব না। যা বলার কলকাতায় ফিরে গিয়ে বলব।

প্রশ্ন) সভাপতি অভিষেক ডালমিয়ার কাছে এনওসি চাইতে কবে সিএবি যাচ্ছেন?

ঋদ্ধি) আগে কলকাতায় ফিরি। তারপর সিএবি যাব।

প্রশ্ন) গুজরাত রঞ্জি দলে নাকি ভাল উইকেটকিপার নেই। আপনি কি সেখানে যাচ্ছেন?

ঋদ্ধি) ওদের রঞ্জি দলে কোন কিপার রয়েছে দয়াকরে নামটা বলুন। আমি শুধু এখন গুজরাত টাইটান্স দলটাই জানি। গুজরাত রঞ্জি দল নিয়ে আমার কোনও আইডিয়া নেই! 

 

প্রশ্ন) এলিট না প্লেট? আপনি রঞ্জির কোন গ্রুপকে দলে বেছে নেবেন?

ঋদ্ধি) এই বিষয়টাও জানাব। তবে আগে সিএবি-র সঙ্গে কথাবার্তা বলে নিতে হবে।

প্রশ্ন) বাংলার হয়ে আর খেলবেন না। সেটা কি মনস্থির করে ফেলেছেন?

ঋদ্ধি) সিএবি সভাপতি অভিষেক ডালমিয়াকে তো আগেই সেটা টেলিফোনে জানিয়ে দিয়েছিলাম। সেই খবর তো পেয়েছিলেন। এখন সেটা নিজের মুখে আপনাকে বললাম। বিশ্বাস করুন নতুন আর কিছুই বলার নেই।

আরও পড়ুন: Wriddhiman Saha, IPL 2022: বদলে যাওয়া Hardik Pandya থেকে নিজের কামব্যাক, অকপট Gujrat Titans-এর ঋদ্ধি

আরও পড়ুন: Hardik Pandya, IPL Final 2022: Mumbai Indians-এর ব্রাত্য Hardik এখন Gujarat Titans-এর ইতিহাস লিখলেন

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.