১৫৪ কিমির স্টার্কের ইয়র্কারে ভাঙল ম্যাকালামের ব্যাট

একবারে আগুনের গোলা বললেও হয়তো কম বলা হবে। ওয়াকায় মিচেল স্টার্কের ১৫৪.৮ কিমি ইয়র্কারটা ব্র্যান্ডন ম্যাকালাম কোনওমতে ব্যাট নামিয়ে ঠেকাতেই একটা অন্যরকম আওয়াজ। সজোর এসে বলটা ঠেকাতেই ভেঙে গেল ব্যাটটা। উইকেট এল না ঠিকই কিন্তু তৃপ্তি পেলেন ব্যাটসম্যান। ১৯৫০-৬০ এর দশকে মাঝেমাঝে এরকম দৃশ্য দেখতে পাওয়া যেত।

Updated By: Nov 15, 2015, 01:35 PM IST
১৫৪ কিমির স্টার্কের ইয়র্কারে ভাঙল ম্যাকালামের ব্যাট

ওয়েব ডেস্ক: একবারে আগুনের গোলা বললেও হয়তো কম বলা হবে। ওয়াকায় মিচেল স্টার্কের ১৫৪.৮ কিমি ইয়র্কারটা ব্র্যান্ডন ম্যাকালাম কোনওমতে ব্যাট নামিয়ে ঠেকাতেই একটা অন্যরকম আওয়াজ। সজোর এসে বলটা ঠেকাতেই ভেঙে গেল ব্যাটটা। উইকেট এল না ঠিকই কিন্তু তৃপ্তি পেলেন ব্যাটসম্যান। ১৯৫০-৬০ এর দশকে মাঝেমাঝে এরকম দৃশ্য দেখতে পাওয়া যেত।

টেস্টের বয়স যেতে বেড়েছে বোলারদের আগুনে পেসে ব্যাট ভাঙার ঘটনা তত কমেছে। কারণ ব্যাট আগের চেয়ে অনেক বেশি মজবুত হচ্ছে, পিচের গতিও কমেছে, পেসারদের সেই আগুনে পেসও সেভাবে দেখা যায় না। কিন্তু তারই মধ্যেই ওয়াকায় রানের বন্যার ফাঁকে বিরল দৃশ্য। ব্যাটসম্যান ভরা মাঠে ভাঙা ব্যাট হাতে দাঁড়িয়ে, আর বোলার তা দেখতে মুখটিপে হাসছে।

Tags:
.