নিজস্ব প্রতিবেদন: জাতীয় ক্রীড়া পুরস্কার জয়ী (National Sports Awards 2021) ক্রীড়াবিদদের ভূয়সী প্রশংসা করলেন বিরাট কোহলি (Virat Kohli)। টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন (ওয়ানডে ও টেস্ট) রবিবার তাঁদের শুভেচ্ছা জানাতে ট্যুইট করলেন। ২০১৮ তে খেলরত্নে (দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান) ভূষিত কোহলি এদিন লেখেন, "খেলরত্ন, অর্জুন, দ্রোণাচার্য ও অ্যাডভেঞ্চার পুরস্কার জয়ীদের জন্য এক গর্বের মুহূর্ত। তাঁদের সকলকে আমার শুভেচ্ছা। আপনাদের উৎকর্ষ বহু মানুষকে অনুপ্রাণিত করবে স্পোর্টিং প্যাশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।"


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Arjuna Award: সাফল্যের স্বীকৃতি, কাছের সব মানুষদের ধন্যবাদ জানালেন Shikhar Dhawan-Mithli Raj



শনিবার রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বিভিন্ন বিভাগে জাতীয় ক্রীড়া সম্মান তুলে দেন। টোকিও অলিম্পিক্সের (Tokyo 2020 Olympics) সোনাজয়ী নীরজ চোপড়া (Neeraj Chopra), কুস্তিগীর রবি কুমার (Ravi Kumar), প্যারা শুটার অবনী লেখারা (Avani Lekhara), ভারতীয় দলের ফুটবল অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chhetri) ভারতীয় মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন মিতালি রাজ (Mithali Raj) সহ-১২ জন মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারে ( Major Dhyan Chand Khel Ratna) ভূষিত হয়েছেন।


ভারতের সিনিয়র ক্রিকেটার শিখর ধাওয়ান (Shikhar Dhawan), টোকিও প্যারালিম্পিক্সে রুপো জয়ী ভাবিনা প্যাটেল (Bhavina Patel), প্যারা শাটলার ও নয়ডার জেলাশাসক সুহাস ইয়াথিরাজ সহ-৩৫ জন পেয়েছেন অর্জুন পুরস্কার। ভারতীয় অ্যাথলেটিক্স কোচ টিপি আউসেফ ও ভারতীয় মহিলা হকি দলের প্রাক্তন ক্যাপ্টেন প্রীতম সিয়াচ সহ-১০ জন কোচ দ্রোণাচার্য সম্মানে ভূষিত হয়েছেন।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)