যুবভারতীতে আইপিএল: মাঠ ক্ষতির আশঙ্কায় সব মহল

দোসরা এপ্রিল আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে যুবভারতী মাতাবেন শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ, প্রিয়াঙ্কা চোপড়ার মত বলিউডের তারকারা। শোনা যাচ্ছে যুবভারতীর ফিল্ডটার্ফের উপরই কার্পেট পেতে হবে দর্শকাসন। ফলে যুবভারতীর মাঠের ক্ষতি হওযার আশঙ্কা থাকছে। মোহনবাগান সচিব অঞ্জন মিত্রের দাবি, আয়োজকদের কাছ থেকে অবিলম্বে দশ কোটি টাকার ব্যাঙ্ক গ্যারান্টি নেওয়া উচিত ক্রীড়া দফতরের।  

Updated By: Mar 16, 2013, 09:13 PM IST

দোসরা এপ্রিল আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে যুবভারতী মাতাবেন শাহরুখ খান,ক্যাটরিনা কাইফ, প্রিয়াঙ্কা চোপড়ার মত বলিউডের তারকারা। শোনা যাচ্ছে যুবভারতীর ফিল্ডটার্ফের উপরই কার্পেট পেতে হবে দর্শকাসন। ফলে যুবভারতীর মাঠের ক্ষতি হওযার আশঙ্কা থাকছে। মোহনবাগান সচিব অঞ্জন মিত্রের দাবি, আয়োজকদের কাছ থেকে অবিলম্বে দশ কোটি টাকার ব্যাঙ্ক গ্যারান্টি নেওয়া উচিত ক্রীড়া দফতরের।
 
যুবভারতীর ফিল্ডটার্ফ নিয়ে একগুচ্ছ অভিযোগ কলকাতার তিন আইলিগ দলের। ফিল্ডটার্ফ সমস্যা মিটিয়ে কিভাবে যুবভারতীকে আবার ফুটবল ম্যাচের উপযোগী করে তোলা যায় তারজন্য পরিকল্পনা করছেন ক্রীড়ামন্ত্রী। মদন মিত্র চান প্রয়োজনে, তিনটি ক্লাবের কোচেদের থেকেও তাঁদের পরামর্শ নেবেন। কিন্তু ইস্টবেঙ্গল কোচ বিষয়টি নিয়ে আলোচনা করতে একদমই আগ্রহী নন।

.