দশ সপ্তাহের মধ্যেই পুরোপুরি সুস্থ হবেন যুবি, জানালেন চিকিৎসক
আগামী দশ সপ্তাহের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে যাবেন যুবরাজ সিং। সোমবার যুবরাজ সিংয়ের ব্যক্তিগত চিকিৎসকে একথা জানিয়েছেন বোস্টনের চিকিৎসক প্যানেল। তাঁরা আরও জানান, প্রথম কেমোথেরাপির পর যুবরাজ এখন অনেকটাই ভাল আছেন।
আগামী দশ সপ্তাহের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে যাবেন যুবরাজ সিং। সোমবার যুবরাজ সিংয়ের ব্যক্তিগত চিকিৎসকে একথা জানিয়েছেন বোস্টনের চিকিৎসক প্যানেল। তাঁরা আরও জানান, প্রথম কেমোথেরাপির পর যুবরাজ এখন অনেকটাই ভাল আছেন।
দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে একথা জানান যুবির ব্যাক্তিগত চিকিৎসক। তিনি আরও জানান, ক্যানসারে আক্রান্ত ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং অনেকটাই সুস্থ হওয়ার পথে। যুবরাজও মানসিক ভাবে ভীষণ শক্ত। আশা করা যাচ্ছে আগামী দশ সপ্তাহের মধ্যে যুবরাজ পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। বোস্টনে যারা যুবরাজের চিকিত্সা করছেন তাঁদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
এদিকে যুবরাজের চিকিত্সার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিল কেন্দ্রীয় ক্রীড়া দফতর। টুইটারে ক্রীড়ামন্ত্রী অজয় মাকেন যুবরাজের দ্রুত আরোগ্য কামনা করেছেন। মাকেন তার দফতরের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন, যুবরাজের কি ধরণের সাহায্য দরকার, তা খোঁজ নিতে। কেন্দ্রীয় সরকার সররকম সাহায্যের জন্য প্রস্তুত বলে জানান অজয় মাকেন। ভারত সরকারের পাশাপাশি ভারতীয় ক্রিকেট বোর্ডও যুবরাজকে সাহায্য করার জন্য প্রস্তুত বলে বোর্ড সুত্রে জানানো হয়েছে।