জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতীয় ক্রিকেটে কিংবদন্তিদের তালিকা তৈরি করা হলে, নিঃসন্দেহে সেই তালিকায় থাকবেন চ্য়াম্পিয়ন ক্রিকেটার যুবরাজ সিং (Yuvraj Singh)। ক্য়ানসারকে হারিয়ে জীবনের যুদ্ধ জিতে নেওয়া মহানক্ষত্র এবার মুখ পোড়ালেন নেটপাড়ায়! ভালো করতে গিয়ে অজান্তেই যুবি আহ্বান জানিয়ে ফেললেন সমালোচনার সুনামি! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

যুবির এনজিও YouWeCan Foundation স্তন ক্য়ানসারের সচেতনতায়, দিল্লি মেট্রোর কোচগুলির ভিতরে দেদার প্রচার করেছে। তবে সেখানে যে ছবি এবং শব্দ ব্য়বহার করা হয়েছে, তা কেউ মেনে নিতে পারছেন না! সচেতনতামূলক বিজ্ঞাপনে দেখা যাচ্ছে যে, এক যুবতী বাসে উঠে কমলালেবু বিলি করছেন মহিলাদের। ছবিতে ক্য়াপশন দেওয়া হয়েছে Check your oranges once a month! বাংলায় যার তর্জমা করলে দাঁড়ায়, 'মাসে একবার আপনার কমলা পরীক্ষা করান!' 





স্তন নাকি লেবু! কীভাবে স্তনের সঙ্গে কমলালেবুর তুলনা চলতে পারে, স্তনের বদলে লেবুর ব্য়বহারে রে রে করে উঠেছেন নেটিজেনরা! তাঁরা মেট্রোর ভিতরের যুবির সংস্থার সেই বিজ্ঞাপনের ছবি তুলে এক্স হ্য়ান্ডেলে ঝড় তুলেছেন! 
 
২০১৯ বিশ্বকাপের মাঝেই অবসরের ঘোষণা করেছিলেন যুবরাজ। ২২ গজে ২৫ বছর কাটিয়ে থেমেছিলেন তিনি। ২০০০ সালে নাইরোবিতে কেনিয়ার হয়ে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট শুরু যুবরাজের। ২০০২ সালে ন্যাটওয়েস্ট ফাইনালে তাঁর ৬৯ রানের ইনিংস এখনও ক্রিকেটপ্রেমীর স্মৃতিতে উজ্বল হয়ে রয়েছে। ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় টি-২০ বিশ্বকাপে স্টুয়ার্ট ব্রডকে ছয় বলে ছয়টি ছয় মেরে ইংল্যান্ডের রাতের ঘুম কেড়েছিলেন তিনি।


মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ২০০৭ সালে টি২০ বিশ্বকাপ এবং ২০১১ সালে বিশ্বকাপে যুবরাজের অবদান ক্রিকেট ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বিশ্বকাপে ম্যান অব দ্য সিরিজ হয়েছিলেন ক্যানসার জয়ী অলরাউন্ডার। ২০০২ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের টিম ইন্ডিয়া যুগ্মভাবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল শ্রীলঙ্কার সঙ্গে। সেই দলেও ছিলেন যুবরাজ। বোঝাই যাচ্ছে যে, যুবরাজের বায়োপিকে রসদের কোনও অভাব হবে না। ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়ে ৩৮ হাজারের উপর রানের সঙ্গেই ৪৩৫ উইকেট রয়েছে যুবরাজের! 


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)