Syed Mushtaq Ali T20 Trophy: পঞ্জাবের সম্ভাব্য ৩০ জনের দলে Yuvraj, BCCI-এর অনুমতির অপেক্ষায় যুবি
বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি (BCCI President Sourav Ganguly) যুবরাজকে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টে নামার ছাড়পত্র দেন কিনা সেটাই দেখার।
নিজস্ব প্রতিবেদন: অবসর ভেঙে আবার বাইশ গজে ফিরতে চলেছেন যুবরাজ সিং (Yuvraj Singh)! সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টের (Syed Mushtaq Ali T20 tournament) জন্য পঞ্জাবের সম্ভাব্য ৩০ জনের দলে রয়েছেন যুবি। এমনকী পঞ্জাবের আইএস বিন্দ্রা পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামেও (IS Bindra Punjab Cricket Association Stadium) নেটে অনুশীলন করতেও দেখা যায় তাঁকে।
যুবরাজ সিং (Yuvraj Singh)টিম ইন্ডিয়ার জার্সিতে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০১৭ সালে। এরপর দীর্ঘদিন জাতীয় দলে সুযোগ না পাওয়ায় ২০১৯ সালে বিশ্বকাপ চলাকালীন ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নেন ২০১১ বিশ্বকাপের সেরা ক্রিকেটার যুবরাজ সিং। দীর্ঘ সময় পর ফের বাইশ গজে ফেরার সম্ভাবনা দেখা দিয়েছে ভারতের বিশ্বকাপজয়ী অলরাউন্ডারের।
পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের (Punjab Cricket Association) সচিব পুনিত বালি (Puneet Bali) আগেই বলেছিলেন অবসর ভেঙে ফের পাঞ্জাবের হয়ে ঘরোয়া ক্রিকেটে মাঠে নামুন যুবরাজ সিং। পিসিএ-র সঙ্গে দীর্ঘদিন ধরেই চুক্তিবদ্ধ নন যুবরাজ। এছাড়া এখন ক্রিকেটে ফিরতে হলে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) অনুমতি নিতে হবে যুবিকে। বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি (BCCI President Sourav Ganguly) যুবরাজকে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টে নামার ছাড়পত্র দেন কিনা সেটাই দেখার।
আরও পড়ুন- Syed Mushtaq Ali T20 Trophy: ফের মাঠে ফিরতে চলেছেন Sreesanth; মুস্তাক আলিতে সুযোগ পেলেন কেরালা দলে