কোচ বাইচুংয়ের অনুশীলনে হাজির জিদান!

কোচ বাইচুং ভুটিয়ার প্রথম দিনের অনুশীলন দেখতে এলেন জিদান! হ্যাঁ আশ্চর্য হলেও ব্যাপরটা সত্যি। আসলে এদিন বাইচুংয়ের ক্লাবের অনুশীলনে হাজির মেহতাব হোসেন। মেহতাব তাঁর ছেলেকে নিয়ে আসেন অনুশীলনে। মেহতাবের ছেলের ডাক নাম জিদান। তাই বলাই যায় পাহাড়ি বিছের কোচ হওয়ার অভিষেক দিনটা সাক্ষী থাকলেন জিদান। জিদানকে নিয়ে হঠাত্‍ই ইস্টবেঙ্গল তাঁবুতে হাজির মেহতাব হোসেন। গ্যালারিতে বসে থাকা কোচ বাইচুংকে দেখে এগিয়ে এলেন প্রাক্তন সতীর্থ। খানিকক্ষণ আড্ডা,বাইচুং-জিদানের খুনসুটি। তারপর নির্ভেজাল ফুটবল আলোচনা।

Updated By: Nov 14, 2012, 08:08 PM IST

কোচ বাইচুং ভুটিয়ার প্রথম দিনের অনুশীলন দেখতে এলেন জিদান! হ্যাঁ আশ্চর্য হলেও ব্যাপরটা সত্যি। আসলে এদিন বাইচুংয়ের ক্লাবের অনুশীলনে হাজির মেহতাব হোসেন। মেহতাব তাঁর ছেলেকে নিয়ে আসেন অনুশীলনে। মেহতাবের ছেলের ডাক নাম জিদান। তাই বলাই যায় পাহাড়ি বিছের কোচ হওয়ার অভিষেক দিনটা সাক্ষী থাকলেন জিদান। জিদানকে নিয়ে হঠাত্‍ই ইস্টবেঙ্গল তাঁবুতে হাজির মেহতাব হোসেন। গ্যালারিতে বসে থাকা কোচ বাইচুংকে দেখে এগিয়ে এলেন প্রাক্তন সতীর্থ। খানিকক্ষণ আড্ডা,বাইচুং-জিদানের খুনসুটি। তারপর নির্ভেজাল ফুটবল আলোচনা। প্রাক্তন সতীর্থকে নতুন ভূমিকায় দেখে প্রশংসায় ভরিয়ে দিলেন মেহতাব। দীপাবলির পরের দিন অলস বিকেলে এমন ছবিই ধরা পড়ল ইস্টবেঙ্গলে। এদিন বিকেলে এরিয়ান্সের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলে ইউনাইটেড সিকিম। নুরুদ্দিনের গোলে ১-০ ফলে বাইচুংয়ের দল হারায় এরিয়ান্সকে। শুক্রবার দুপুরে গোয়ায় যাবে দল।
কলকাতার প্রয়াগ ইউনাইটেডকে এবারের আই লিগ জয়ের অন্যতম দাবিদার হিসাবে দেখছেন প্রাক্তন ভারত অধিনায়ক বাইচুং ভুটিয়া। ডেম্পো,ইস্টবেঙ্গল,মোহনবাগানের মত সেরা দলগুলোর সঙ্গে টেক্কা দেওযার জন্য এবার হাইপ্রোফাইল দল তৈরি করেছেন প্রয়াগ কর্তারা।মোহনবাগানকে হারানোর পাশাপাশি ইউনাইটেড সিকিমকে দশ-এক গোলে হারিয়েছেন র‌্যান্টিরা। তাই বাইচুং বলছেন, ডেম্পো, কলকাতার ইস্টবেঙ্গল-মোহনবাগানের সঙ্গে প্রয়াগ এবারের চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার।
 
নতুন দল কোচ আর্থার পাপাসের তত্ত্বাবধানে পৈলান অ্যারোজ দুরন্ত পারফরম্যান্স করছে বলে মনে করেন বাইচুং। একইসঙ্গে শিলং লাজংয়ের খেলাও চোখে টেনেছে পাহাড়ি বিছের। এই ধরণের দলগুলোর আই লিগে ভাল পারফরম্যান্স ভাল ইঙ্গিত বলে মনে করেন বাইচুং।

.