৯ মাস পর ফের রিয়ালের কোচ হয়ে ফিরলেন জিনেদিন জিদান
আমি আবার এখানে কারণ আমি এই ক্লাবকে ভালোবাসি। আমি আবার ঘরে ফিরে এসে খুব খুশি।
নিজস্ব প্রতিবেদন : সব জল্পনার অবসান। রিয়ালের হট সিটে আবারও জিনেদিন জিদান। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে বিদায়ের পরই রিয়াল কোচ স্যান্তিয়াগো সোলারির ছাঁটাই একপ্রকার নিশ্চিত হয়ে যায়। তখনই ইউরোপ জুড়ে জল্পনা ছিল আবার মাদ্রিদে ফিরছেন জিনেদিন জিদান! স্প্যানিশ সংবাদমাধ্যমের দাবি ছিল, জিদানের হাতেই আবার দায়িত্ব তুলে দিতে চান রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরিন্তিনো পেরেজ।
Official Announcement.#RealMadridhttps://t.co/VzxKiYY0Uk
— Real Madrid C.F. (@realmadriden) March 11, 2019
২০১৮ সালের ৩১মে রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়েন জিনেদিন জিদান। এরপর নয় মাসে দু দুবার কোচ বদল হয়ে গিয়েছে রিয়ালে। হুলেন লোপেতেগি টিকেছিলেন মাত্র তিন মাস। লোপেতেগির জায়গায় দায়িত্ব নেওয়া স্যান্তিয়াগো সোলারিও ব্যর্থ। রিয়াল মাদ্রিদ তাদের ক্লাব ইতিহাসে সবচেয়ে খারাপ মরশুম দেখে ফেলেছে। এহেন পরিস্থিতিতে সেই জিদানেরই শরণাপন্ন হলেন রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরিন্তিনো পেরেজ। এই ভয়াবহ বিপর্যয় থেকে দলকে উদ্ধার করার জন্য জিদানই যোগ্য ব্যক্তি বলে দিলেন পেরেজও।
Florentino Pérez: "The best manager in the world has rejoined the club."#RealMadrid | #HalaMadrid pic.twitter.com/L9a6RjJb9n
— Real Madrid C.F. (@realmadriden) March 11, 2019
চলতি মরশুমে সম্ভাব্য তিনটি খেতাব জয়ের দৌড় থেকেই ছিটকে গিয়েছে রিয়াল। আয়াক্সের কাছে ঘরের মাঠে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে গত তিন বারের চ্যাম্পিয়নরা। চ্যাম্পিয়ন্স লিগ, কোপা-দেল-রে থেকে ছিটকে যাওয়ার পর লা লিগাতেও খেতাব জয়ের সম্ভবনা কার্যত নেই। মরশুমের বাকি সময়ে লা লিগায় রিয়াল মাদ্রিদ খেলবে পরবর্তী চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করতে।
রিয়াল মাদ্রিদের অফিশিয়াল টুইটার পেজে সোমবার ঘোষণা করা হয়, রিয়ালের কোচ হচ্ছেন জিনেদিন জিদান। কোপা দেল রে, লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ-তিন প্রতিযোগিতা থেকেই ছিটকে যাওয়া রিয়াল আবারও নিজেদের শীর্ষে দেখতে চায় বলেই জিদানকেই ফিরিয়ে আনা হল। চুক্তি অনুযায়ী ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত রিয়ালের দায়িত্বে থাকবেন জিদান। সেই সঙ্গে ছাঁটাই হওয়া স্যান্তিয়াগো সোলারি ক্লাবের অন্য দায়িত্বে থাকবেন বলেও জানানো হয়েছে ক্লাবের ওয়েবসাইটে।
Zidane: "I'm very happy to be home. I want to put this club back where it belongs."#RealMadrid | #HalaMadrid pic.twitter.com/8PJ035sstD
— Real Madrid C.F. (@realmadriden) March 11, 2019
দায়িত্ব নিয়ে জিদান জানান, "আমি আবার এখানে কারণ আমি এই ক্লাবকে ভালোবাসি। আমি আবার ঘরে ফিরে এসে খুব খুশি। আমি আবার ক্লাবের সম্মান ফিরিয়ে আনার চেষ্টা করব।" রিয়াল কোচ হিসেবে দ্বিতীয় ইনিংসে জিদানের প্রথম দায়িত্ব হবে রিয়ালকে লা লিগায় প্রথম চারের মধ্যে রেখে আগামী মরশুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করা। ২৭ ম্যাচ শেষে ৫১ পয়েন্ট নিয়ে আপাতত তৃতীয় স্থানে লুকা মদ্রিচরা।
আরও পড়ুন - দেশে ফিরছেন ইস্টবেঙ্গলের মেক্সিকান স্ট্রাইকার এনরিকে! কলকাতায় ফিরবেন কবে?