ম্যানগ্রোভ ধ্বংস করে মাছের ভেড়ি ক্যানিংয়ে, গ্রেফতার ১০

Zee ২৪ ঘণ্টা'র খবরের জের

Updated By: Dec 23, 2020, 05:11 PM IST
ম্যানগ্রোভ ধ্বংস করে মাছের ভেড়ি ক্যানিংয়ে, গ্রেফতার ১০

নিজস্ব প্রতিবেদন: ম্যানগ্রোভ ধ্বংস করে চলছিল মাছের ভেড়ি তৈরি। বেআইনি এই কাজের জেরে পুলিস ১০ জনকে গ্রেফতার করল। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শাসকদলের বেশ কিছু নেতার মদতে দীর্ঘদিন ধরেই সুন্দরবনের (Sunderban) মাতলা নদীর (Matla) চরে ম্যানগ্রোভ ধ্বংস করে রমরম করে চলছিল বেআইনি ভাবে মাছের ভেড়ি তৈরির কাজ। Zee ২৪ ঘণ্টা বারবার তুলেও ধরছিল এই খবর। সেই খবরের জেরেই শেষমেশ নড়েচড়ে বসল প্রশাসন। 

Also Read: 'Archaeological survey of indiaর তালিকায় স্থান পেতে পারে কোচবিহারের বাণেশ্বর মন্দির'

ক্যানিং থানার আইসি আতিবুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ দল বুধবার দুপুরে অভিযান চালিয়ে মাতলার চরে ম্যানগ্রোভ ধ্বংস করে মাছের ভেড়ি তৈরির অভিযোগে ১০ জনকে গ্রেফতার করল। 

পুলিস সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ক্যানিং থানার মাতলা-১ ও ২, দিঘিরপাড় এবং নিকারিঘাটা অঞ্চলের ডাবু এলাকায় এই অভিযান চালায় পুলিস। পুলিস ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পুলিসের দাবি, প্রাথমিক তদন্তে শাসকদলের কিছু স্থানীয় নেতার নাম উঠে এসেছে।

Also Read: ঐতিহ্যে ছেদ, পৌষমেলা ছাড়াই বিশ্বভারতীতে পৌষ উৎসব

.