গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত আরও ১,৩৪৪; মৃতের সংখ্যা বেড়ে ৯০৬

এ নিয়ে রাজ্য়ের মোট আক্রান্তের সংখ্যা ২৮,৪৫৩। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ২৬ জনের।

Edited By: Priyanka Dutta | Updated By: Jul 11, 2020, 10:13 PM IST
গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত আরও ১,৩৪৪; মৃতের সংখ্যা বেড়ে ৯০৬
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: করোনা পরিস্থিতি সামাল দিতে রাজ্যে বহু জায়গায় ফের লকডাউন ঘোষণা করা হয়েছে। তবে এসবের মাঝেও বাড়ছে উদ্বেগ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১,৩৪৪ জন। এ নিয়ে রাজ্য়ের মোট আক্রান্তের সংখ্যা ২৮,৪৫৩। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ২৬ জনের। সবমিলিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯০৬। 

আরও পড়ুন: করোনামুক্ত রোগী মৃত,ডিসচার্জের দিন পরিবারকে জানাল মেডিক্যাল

এখনও পর্যন্ত সুস্থ হয়ে ফিরেছেন ১৭,৯৫৯। গত ১ দিনে সংখ্যাটি ৬১১। তবে এক্ষেত্রে সুস্থতার হার খুবই কম হারে বেড়েছে। সরকারি তথ্য অনুযায়ী সুস্থতার হার ৬৩.১১%। গতকাল সুস্থতার হার ছিল ৬৩.৯৯%

তবে রাজ্যে করোনা ঠেকাতে শক্ত হাতে রাশ ধরছে প্রশাসন। এবার থেকে স্বাস্থ্যবিধির একচুল  এদিক-ওদিক হলে আইনি ব্যবস্থা নেবে সরকার। অলিগলির হাল হকিকত পরখ করতে পাড়ায় পাড়ায় থাকবে ভলান্টিয়ার। রোগমুক্তির লক্ষ্যে নতুন ভাবনা পুরসভার।

আরও পড়ুন: কলকাতায় একদিনে করোনা আক্রান্ত ৪১২, জেনে নিন আপনার জেলার সর্বশেষ পরিস্থিতি

অন্যদিকে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮ লাখ ছাড়িয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৮ লক্ষ ২০ হাজার ৯১৯। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ২৭ হাজার ১১৪। যা এখনও পর্যন্ত সর্বাধিক। এর আগে একদিনে এত মানুষ সংক্রমিত হননি। আক্রান্তের পাশাপাশি করোনার জেরে মৃতের সংখ্যাও বাড়ছে। গত চব্বিশ ঘণ্টায় দেশে মৃত্যু ৫১৯। দেশে মৃতের সংখ্যা বেড়ে হল ২২,১২৩ জন।

.