মানসিক অবসাদে আত্মঘাতী বাংলার উদীয়মান ক্রিকেটার
অনেক টাকা ধার নিয়েছিল। টাকা সময়ে শোধ দিতে না পারায় পাওনাদারেরা হুমকি দিত। সেই কারণেই মানসিক অবসাদে ভুগছিল সে।
![মানসিক অবসাদে আত্মঘাতী বাংলার উদীয়মান ক্রিকেটার মানসিক অবসাদে আত্মঘাতী বাংলার উদীয়মান ক্রিকেটার](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/01/11/403548-cricketer.jpg)
দেবব্রত ঘোষ: মানসিক অবসাদের জেরে আত্মঘাতী। মানসিক অবসাদের জেরে আত্মঘাতী এক উদীয়মান ক্রিকেটার। ওই ক্রিকেটারের নাম রোহিত যাদব। আত্মঘাতী ওই উদীয়মান ক্রিকেটারের বয়স ১৮ বছর।
জানা গিয়েছে, হাওড়ার বেলুড়ের বাসিন্দা ছিল উদীয়মান ক্রিকেটার রোহিত যাদব। বেলুড় রেল কলোনিতে থাকত সে। নিজের ঘরেই আত্মঘাতী হয় ওই উদীয়মান ক্রিকেটার। প্রাথমিকভাবে পুলিসের অনুমান, অ্যাসিড খেয়ে আত্মঘাতী হয় সে। পরিবারের লোকজন জানিয়েছেন, আর্থিক অনটন ছিল সংসারে। অনেক টাকা ধার নিয়েছিল।
তাঁরা আরও জানাচ্ছেন, টাকা সময়ে শোধ দিতে না পারায় পাওনাদারেরা হুমকি দিত। সেই কারণেই মানসিক অবসাদে ভুগছিল সে। আর সেই থেকেই আত্মঘাতী হয় রোহিত। যদিও এই বিষয়ে থানায় কোনও অভিযোগ দায়ের করেনি পরিবারের লোকজন। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বেলুড় থানার পুলিস।
আরও পড়ুন, আমি ক্ষমতায় না এলে নবান্নে মমতাও বসবেন না! তৃণমূল বিধায়কের বিস্ফোরক হুঁশিয়ারি
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)