নিজস্ব প্রতিবেদন : হাতির হানা থেকে আপাতত মুক্তি। দামোদর পেরিয়ে হাওড়ার জগতবল্লভপুর চলে আসা দুটি দাঁতাল হাতিকে অবশেষে কাবু করল বন দফতর। গতকাল ঘুম পাড়ানি গুলিতে নিস্তেজ করলেও, সন্ধের কারণে হাতি সরানো যায়নি। অবশেষে এদিন ক্রেনে করে তোলা হয় দাঁতাল দুটিকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, নজিরবিহীন মেট্রো বিভ্রাট! বিদ্যুতের অভাবে টানেলে আটকে পড়ল ট্রেন, হেঁটে বেরলেন যাত্রীরা


আচমকাই দাঁতালের আতঙ্কে মঙ্গলবার শোরগোল পড়ে যায় হাওড়ার জগতবল্লভপুরে। দামোদর পেরিয়ে জগতবল্লভপুরের পূর্ব ইসলামপুরের ঢুকে পড়ে দুটি দাঁতাল। বেশ কয়েকটি গ্রামে চাষের জমি নষ্ট করে দেয় হাতি দুটি। গ্রামবাসীদের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি হয়। বনদফতর মঙ্গলবার বিকেলে ঘুম পাড়ানি গুলি ছুঁড়ে কাবু করে হাতি দুটিকে। কিন্তু সন্ধে হয়ে যাওয়ায় হাতি দুটিকে সরানো সম্ভব হয়নি।


আরও পড়ুন, মডেল সোনিকা চৌহান মৃত্যু মামলায় রেহাই পেলেন না অভিনেতা বিক্রম চ্যাটার্জি


সকাল থেকেই শুরু হয়ে যায় তোড়জোড়। শেষ পর্যন্ত বিনা বাধায় দুটি হাতিকেই ক্রেনে তোলা সম্ভব হয়। তারপর হাতি নিয়ে গাড়ি রওনা দেয় পশ্চিম মেদিনীপুরের জঙ্গলের উদ্দেশে। সেখানেই ছেড়ে দেওয়া হবে দাঁতাল দুটিকে। হাতি রওনা হয়ে যাওয়ার পর হাঁফ ছেড়ে বাঁচলেন জগতবল্লভপুরের বাসিন্দারা।