২৩ কেজি গাঁজা! বমাল গ্রেফতার ৩ কারবারি
কাটোয়া থানার ও সি সঞ্জীব ঘোষ জানান, মুর্শিদাবাদ ও বীরভূমের মাদক ব্যবসায়ীরা বর্ধমানের সীমান্ত এলাকা কাটোয়ার উপর দিয়ে নদীয়ায় গাঁজা পাচার করার পরিকল্পনা করেছে বলে খবর আসে তাঁদের কাছে। সেইমত টহলদারি ভ্যানের মাধ্যমে রাস্তায় নজরদারি চালাচ্ছিল পুলিস। নদীয়ার সেই ব্যবসায়ীর খোঁজও শুরু করেছে পুলিস।
নিজস্ব প্রতিবেদন: প্রায় ২৩ কেজি গাঁজা সহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করল কাটোয়া থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গভীর রাতে হানা দেয় পুলিস। কাটোয়া-বীরভূম ১১৪ নং রাজ্য সড়কের ফুলবাগান মোড় থেকে গাঁজা সহ গ্রেপ্তার হয় জটাই সেখ, শান্তিলাল সাহা ও জানবাজ সেখ। উদ্ধার করা গাঁজার মূল্য আনুমানিক দেড় লক্ষ টাকা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা গাঁজার প্যাকেট গুলো নদিয়ার এক মাদক কারবারীকে পাচার করার জন্য অপেক্ষা করছিল। পুলিসি জেরায় ধৃতরা স্বীকার করেছে মুর্শিদাবাদের এক পাচারকারী তাদেরকে গাঁজা দিয়ে যায়, সেই গাঁজা নদীয়ার এক ব্যবসায়ীর নিতে আসার কথা ছিল। নদীয়ার ব্যবসায়ীর নাম জানা গেছে বলেও পুলিশ সূত্রে খবর।
গ্রেফতার তিন।
কাটোয়া থানার ও সি সঞ্জীব ঘোষ জানান, মুর্শিদাবাদ ও বীরভূমের মাদক ব্যবসায়ীরা বর্ধমানের সীমান্ত এলাকা কাটোয়ার উপর দিয়ে নদীয়ায় গাঁজা পাচার করার পরিকল্পনা করেছে বলে খবর আসে তাঁদের কাছে। সেইমত টহলদারি ভ্যানের মাধ্যমে রাস্তায় নজরদারি চালাচ্ছিল পুলিস। নদীয়ার সেই ব্যবসায়ীর খোঁজও শুরু করেছে পুলিস।