Government Buses Reduce: উত্তরবঙ্গে সরকারি বাস কমেছে ২৩৫টি! চরম বিপাকে নিত্যযাত্রীরা...
Government Buses Reduce: সরকারি বাসের সংখ্যা কমেছে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনণ গাড়ি সংখ্যা কমে মোট ২৩৫টি করা হয়েছে। এরফলে চরম বিপাকের শিকার যাত্রীরা।
তপন দেব: ১৫ বছরের পুরোনো বাস চালানো যাবে না, নির্দেশ কেন্দ্রীয় গ্রীন ট্রাইবনালের। এরফলে গত ২ বছরে শুধুমাত্র উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ২৩৫ টি বাস বাতিল করতে হয়েছে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা অর্থাত্ এনবিএসটিসি এটি একটি পশ্চিমবঙ্গ সরকার অধিগৃহীত গণপরিবহন সংস্থা। কলকাতা সহ পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে এই সংস্থাটি বাস চালিয়ে থাকে। এই সংস্থার মালিকানাধীনে বেশ কয়েকটি বাস ডিপো রয়েছে।
আরও পড়ুন- ফিটনেস দেখেই সিদ্ধান্ত হোক! ১৫ বছরের পুরোনো বাস বাতিল মামলায়...
শুধুমাত্র আলিপুরদুয়ার ডিপোতে গত ২ বছরে ২০ টি বাস বাতিল হয়েছে। আলিপুরদুয়ার ডিপোতে বিভিন্ন রুটে মোট ৬১ টি বাস চলত। গত ২ বছরে বাসের সংখ্যা কমতে কমতে এখন মাত্র ৪১ টি বাস রয়েছে। মাত্র এই ৪১ টি বাস বিভিন্ন রুটে চলে। বাস কমে যাওয়ায় ফলে চরম বিপাকের মধ্যে পরেছেন রোজকার বাস যাত্রীরা। দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় যাত্রীদের। অনেক সময় গাড়ি না পেয়ে বেশি ভাড়া দিয়েই প্রাইভেট গাড়িতে যেতে হচ্ছে যাত্রীদের।
আরও পড়ুন- 'কেউ যেন কাউকে কারও বান্দা না ভাবেন', বিকাশ-বিতর্কে কংগ্রেসকে কড়া বার্তা সিপিএমের!
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় বলেন, গত দু বছরে মোট ২৩৫ টি বাস বাতিল করতে হয়েছে। রাজ্যের পরিবহণ দপ্তরের কাছে কিছু গাড়ির জন্য প্রপোজাল দেওয়া হয়েছে। এবিষয়ে রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্ত্তী বলেন, গত বাম সরকারের আমল থেকে এরাজ্যে সরকারি বাসের সংখ্যা অনেকটাই বেড়েছে। তবে এটাই যথেষ্ট নয়, রাজ্যের পরিবহণ দপ্তর ২৬৫ টি বাস কিনছে। তার একটা বড় সংখ্যায় উত্তরবঙ্গ কে দেওয়া হবে। ১৫ বছরের গাড়ি গুলোকে নতুন করে নবিকরণ করান হচ্ছে না। ফলে সাময়িক বাসের একটা ঘাটতি নজরে পরছে। দ্রুত এই সমস্যার সমাধান করবে রাজ্যের পরিবহণ দপ্তর। কবে সমস্যা মিটে পর্যাপ্ত গাড়ি পাওয়া যায় আলিপুরদুয়ার ডিপোর, সেদিকেই নজর থাকবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)