মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবে নিখোঁজ ২৭!
নিখোঁজ মৎস্যজীবীদের উদ্ধারে বাংলাদেশের উপকূলবাহিনীর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
নিজস্ব প্রতিবেদন : গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে চারটে ট্রলার ডুবে নিখোঁজ ২৭ জন মৎস্যজীবী। উদ্ধার করা হয়েছে ৩৪ জনকে। ঘটনাটি ঘটে বাংলাদেশের কাছে হাঁড়ি ভাঙা চরের কাছে। কাকদ্বীপ ফিসারম্যান অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি জানান, পয়লা জুলাই থেকে সমুদ্রে মাছ ধরতে যাওয়া নিষেধ। তবুও অনেকদিন ধরে বসে ছিলেন আমাদের মৎস্যজীবীরা। সেজন্য কয়েকদিন আগে কিছু ট্রলার গভীর সমুদ্রে মাছ ধরতে বের হয়। সেই সময় পশ্চিমে প্রবল ঝোড়ো হাওয়ার কারণে ট্রলারগুলি বাংলাদেশের দিকে চলে যায়। চারটি ট্রলারে মোট ৬৪ জন মৎস্যজীবী ছিলেন। খারাপ আবহাওয়া বুঝতে পেরে উপকূলের দিকেই আসছিল ট্রলারগুলি। সেইসময় বাংলাদেশের হাঁড়ি ভাঙা চরের কাছে ধাক্কায় চারটি ট্রলার ডুবে যায়। ৩৪ জনকে উদ্ধার করা গেলেও এখনও ২৭ জন নিখোঁজ।
জানা গিয়েছে, এফ.বি দশভূজা নামের ট্রলারটিতে ১৫ জন মৎস্যজীবী ছিলেন। ৪ জনকে উদ্ধার করা হলেও এখনও ১১ জন নিখোঁজ।
এফ.বি নয়ন-১ ট্রলারটিতে ১৬ জন মৎস্যজীবী ছিলেন। ট্রলার সহ সকলেই নিখোঁজ।
এফ.বি বাবাজী নামের ট্রলারে ১৫ জন মৎস্যজীবী ছিলেন। ট্রলারটি ডুবে গিয়েছে।
এফ বি জয়জগী ১৫ জন উদ্ধার হয়েছে কিন্তু ট্রলারটি নিখোঁজ।
ইতিমধ্যেই ভারতীয় উপকূলবাহিনী বিষয়টি জানান হয়েছে। নিখোঁজ মৎস্যজীবীদের উদ্ধারে বাংলাদেশের উপকূলবাহিনীর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
আরও পড়ুন - মালদায় ট্রলার ভর্তি অস্ত্র সীমান্তের এপারে পাচারের চেষ্টা ব্যর্থ করল বিএসএফ