দিলদার খুনে গ্রেফতার ৪ বিজেপি কর্মী

ধৃতরা সকলেই বিজেপি কর্মী বলে জানা যাচ্ছে। ধৃতদের ৭দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

Updated By: Apr 25, 2018, 11:03 AM IST
দিলদার খুনে গ্রেফতার ৪ বিজেপি কর্মী

নিজস্ব প্রতিবেদন: দিলদার খুনে চার জনকে গ্রেফতার করল বীরভূমের সিউড়ি থানার পুলিস। দিলদারের বাবার অভিযোগের ভিত্তিতেই করিধ্যা থেকে গ্রেফতার হয়েছে শেখ সফিউল, আপেল শেখ, অসিত সরকার এবং গৌতম কোড়া। ধৃতরা সকলেই বিজেপি কর্মী বলে জানা যাচ্ছে। ধৃতদের ৭দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

২৩ এপ্রিল সোমবার মনোনয়ন জমা দেওয়ার (বর্ধিত) শেষ দিন রাজ্য জুড়ে বিক্ষিপ্তভাবে গণ্ডগোলের খবর পাওয়া যায়। এদিন কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় বীরভূম। এলাকা সকাল থেকেই থমথমে ছিল। সিউড়ি ১ নং ব্লকে বেলা সাড়ে ১২টা নাগাদ হেঁটে যাচ্ছিলেন একদল যুবক। অভিযোগ, ওই যুবকদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চলতে শুরু করে। আর তখনই দিলদারের বুকে ঘুলি লাগে। নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু ঘটে তাঁর।

দিলদার হত্যাকাণ্ড ঘিরে চরমে ওঠে রাজনৈতিক তরজা। তৃণমূল ও বিজেপি দুই দলই মৃত যুবককে নিজেদের কর্মী বলে দাবি করে। এরপর আজ চার বিজেপি সমর্থক গ্রেফতার হল। আরও পড়ুন- যুবকের মৃত্যুতে অগ্নিগর্ভ বীরভূম, 'বঁটিতে শান দিচ্ছেন গ্রামবাসীরা'!

.