Pathar Pratima: মদ ভেবে বিষপান! পিকনিক করতে গিয়ে অসুস্থ ৫ নাবালক...
স্থানীয় সূত্রে খবর, ওই ৫ জনের বাড়ি পাথরপ্রতিমা থানা এলাকার কামদেবপুরে। এদিন এলাকারই একটি মাঠে পিকনিক করছিল তারা। তখনই ঘটে বিপত্তি।
![Pathar Pratima: মদ ভেবে বিষপান! পিকনিক করতে গিয়ে অসুস্থ ৫ নাবালক... Pathar Pratima: মদ ভেবে বিষপান! পিকনিক করতে গিয়ে অসুস্থ ৫ নাবালক...](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/03/26/412888-posison.png)
নকিবুদ্দিন গাজি: মদ ভেবে বিষপান! গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ৫ নাবালক। তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায়।
স্থানীয় সূত্রে খবর, ওই ৫ জনের বাড়ি পাথরপ্রতিমা থানা এলাকার কামদেবপুরে। এদিন এলাকারই একটি মাঠে পিকনিক করছিল তারা। তখনই ঘটে বিপত্তি।
কীভাবে? অভিযোগ, পিকনিক আসরে 'মদের বোতল' নিয়ে হাজির হয় মানস মাইতি নামে এক কিশোর। সেই বোতল থেকে মদ্যপান করে সকলেই। কিন্তু পরে জানা যায়, মদ নয়, ওই বোতলে রাখা ছিল বিষ! এরপরই অসুস্থ হয়ে পড়ে ৫ নাবালক। তাদের উদ্ধার করে প্রথমে রায়দিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকেরা। শারীরিক অবস্থায় আশঙ্কাজনক হওয়ায়, দু'জনকে পাঠিয়ে দেওয়া হয় ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে।
আরও পড়ুন: Birbhum: ডাইনি অপবাদে মারধর, বীরভূমে মৃত দম্পতি
এদিকে এই ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। তদন্তে নেমেছে পুলিস।