নিজস্ব প্রতিবেদন : সপ্তমীর সকালে মর্মান্তিক বাস দুর্ঘটনায় মৃত্যু হল ৫ জনের। আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস নয়নজুলিতে উল্টে যাওয়াতেই দুর্ঘটনাটি ঘটে। অত্যন্ত বেদনাদায়ক এই ঘটনাটি ঘটেছে হুগলীর হরিপালে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন সকালে হরিপালের ডাকাতিয়া খালের কাছে অহল্যাবাই রোডে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে জানা গিয়েছে, আরামবাগ থেকে কলকাতা আসছিল বাসটি। সকাল সাড়ে ৭টা নাগাদ আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে পড়়ে যায় বসাটি।


আরও পড়ুন, সপ্তমীতে উত্সবের সপ্তসুর, নবপত্রিকা স্নানে শুরু পুজোর উপাচার


বাসটিতে কমপক্ষে ৫০ জন যাত্রী ছিলেন। ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পর আরও একজন প্রাণ হারান। আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। আহতরা হরিপাল গ্রামীণ হাসপাতালে চিকিত্সাধীন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত গুরুতর।


আরও পড়ুন, স্বামীর মৃত্যুর পর ভাড়া দেওয়ার নামে ফাঁকা বাড়িতে মধুচক্র, খুন এলআইসি কর্মী


বাস দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই স্থানীয়রা উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। শুরু হয় দুর্ঘটনাগ্রস্ত বাসটি থেকে আহতদের বের করার পালা। অভিযোগ, পুলিস আসতে বেশ কিছুটা দেরি হয়। পুলিস আসার পরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। উত্তেজনা ছড়ায় এলাকায়। ভাঙচুর চালান এলাকাবাসী।