ডাকাতির ছক বানচাল, ধৃত ৮
চা পরীক্ষাকেন্দ্র অ্যাসোসিয়েশনের অফিসের সামনে থেকে ৮ জনকে গ্রেফতার করে
Updated By: Jul 6, 2018, 03:33 PM IST
![ডাকাতির ছক বানচাল, ধৃত ৮ ডাকাতির ছক বানচাল, ধৃত ৮](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/07/06/127228-malbazar.jpg)
নিজস্ব প্রতিবেদন: বড়সড় ডাকাতির ছক বানচাল। আগ্নেয়াস্ত্র সহ ৮ দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিস। ঘটনাটি ঘটেছে মালবাজারের নাগরাকাটায়। ধৃতরা প্রত্যেকেই আলিপুরদুয়ারের চ্যাংমারি এথেলবাড়ি এলাকার বাসিন্দা।
আরও পড়ুন: বৌদির সঙ্গে স্বামীর উদ্যম যৌনতায় বাধ সেধেছিলেন স্ত্রী! প্রাণ গেল দেড় মাসের শিশুর
শুক্রবার ভোর রাতে নাগরাকাটা থানার পুলিশ চা পরীক্ষাকেন্দ্র অ্যাসোসিয়েশনের অফিসের সামনে থেকে ৮ জনকে গ্রেফতার করে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৮৯, ৪০২, ৩৯৯ ধারায় মামলা করা হয়েছে। ধৃতদের শুক্রবার জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়।