'ও বড় ভূতের ভয় পেতো', প্রণব মুখোপাধ্যায়ের আরও অজানা কথা আজ ছেলেবেলার বন্ধুর মুখে

ছোটবেলায় সিউড়ি বিদ্যাসাগর কলেজে একই সঙ্গে পড়াশোনা করেছেন এবং একই হোস্টেলে থেকেছেন তাঁর এই বন্ধু।

Updated By: Aug 12, 2020, 01:08 PM IST
'ও বড় ভূতের ভয় পেতো', প্রণব মুখোপাধ্যায়ের আরও অজানা কথা আজ ছেলেবেলার বন্ধুর মুখে
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন:  এক সময়ের ঘনিষ্ঠ বন্ধু এখন অসুস্থ। পরমবন্ধু প্রণব মুখোপাধ্যায়ের আরোগ্য কামনা সাথে সাথে স্মৃতিচারণ করছেন সিউড়ির ষষ্ঠী কিংকর দাস।

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছবি আঁকড়ে বন্ধুর প্রার্থনা, “ও দ্রুত সুস্থ হয়ে উঠুক।“ প্রণব মুখোপাধ্যায়ের আরোগ্য কামনা করছেন তাঁর ছোটবেলার বন্ধু ষষ্ঠী কিংকর দাস। ছোটবেলায় সিউড়ি বিদ্যাসাগর কলেজে একই সঙ্গে পড়াশোনা করেছেন এবং একই হোস্টেলে থেকেছেন তাঁর এই বন্ধু।

ষষ্ঠীকিংকরবাবু জানাচ্ছেন, ১৯৫২ সালে প্রথম পরিচয় হয়েছিল প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে। সিউড়ি বিদ্যাসাগর কলেজে পড়াশোনা করার সুবাদে তাঁদের পরিচয় হয়। চার বছর পড়াশোনা করেছিলেন সিউড়ি বিদ্যাসাগর কলেজে, পরবর্তী ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে দু'বছর।
আরও পড়ুন: ফাঁকা জায়গায় নয় কেন? উপসর্গহীন চিকিত্সক, নার্সদের জন্য কোয়ারেন্টাইন সেন্টার করতে দিল না নিউটাউনবাসী

 কলেজ লাইফের নানান কথা তুলে ধরছেন তিনি। একসঙ্গে খেলা করা, ক্যান্টিনে আড্ডা দেওয়া। তিনি জানান, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ভূতকে ভয় করতেন,  ভূতের ভয়ে একা একা রাতে বের হতেন না কোথাও। এই ধরনের বিভিন্ন অজানা কথা জানালেন প্রণব মুখোপাধ্যায়ের বন্ধু ষষ্ঠী কিংকর দাস।

.