Howrah: জনবহুল রাস্তার পাশে নর্দমায় কাটা হাত! চাঞ্চল্য হাওড়ায়
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, উদ্ধার হওয়া কাটা হাতটি নকল। 'কে বা কারা কোন উদ্দেশে হাতটি ফেলে রেখে গিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে', বললেন । কে বা কারা কোন উদ্দেশে হাতটি ফেলে রেখে গিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
দেবব্রত ঘোষ: রাস্তার পাশে নর্দমায় কাটা হাত! কীভাবে? খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছল পুলিস। সঙ্গে পুরকর্মীরাও। নর্দমার উপরে স্ল্যাব ভেঙে চলল তল্লাশি। ঘটনাকে কেন্দ্র তুমুল চাঞ্চল্য ছড়াল হাওড়ায়।
স্থানীয় সূত্রে খবর, ঘড়িতে তখন ৩টে। দুপুরে ব্যান্টরা থানার ৭১ নম্বর দেশপ্রাণ শাসমল রোডে নর্দমা কাটা হাত পড়ে থাকতে দেখেন পথচারীরাই। এরপর খবর ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। এলাকায় ততক্ষণে রীতিমতো ভিড় জমে গিয়েছে। খবর দেওয়া হয় থানা ও পুরসভায়।
তারপর? পুলিশ ও পুরকর্মীরা এসে নর্দমার স্ল্যাব ভেঙে দেখেন, নর্দমায় দেহের আর কোনও অংশ আটকে রয়েছে কি না। তল্লাশি চালানো হয় আশেপাশে কয়েকটি বন্ধ দোকানেও। যদিও কোনও দেহাংশ পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দা মৃণাল দাস নামে এক স্থানীয় বলেন, 'কাটা হাত কী ভাবে এল, বোঝা যাচ্ছে না। দেখে মনে হচ্ছিল, ওটা ডান হাত। হাতের একটা আঙুল ছিল না। পুলিশ তদন্ত করলে হয়তো সব জানা যাবে'।
আরও পড়ুন: ভয়ংকর! স্ত্রীকে কেটে টুকরো টুকরো করে পুঁতল স্বামী
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, উদ্ধার হওয়া কাটা হাতটি নকল। হাওড়া সিটি পুলিশের ডিসিপি (সেন্ট্রাল) কে শবরী রাজকুমার বলেন, ‘‘প্রাথমিক ভাবে মনে হচ্ছে, হাতটি নকল। তবে ওটা ভাল করে পরীক্ষা করতে হবে। কে বা কারা কোন উদ্দেশে হাতটি ফেলে রেখে গিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। গুরুত্ব গিয়ে তদন্ত শুরু হয়েছে।’’