Raigung Molestation: কলেজ যাওয়ার পথে 'শ্লীলতাহানি', অপমানে আত্মঘাতী ছাত্রী
প্রেমের প্রস্তাব প্রত্যাখানের জের? থানায় অভিযোগ দায়ের পরিবারের। অভিযুক্তেরা এখনও অধরা।
![Raigung Molestation: কলেজ যাওয়ার পথে 'শ্লীলতাহানি', অপমানে আত্মঘাতী ছাত্রী Raigung Molestation: কলেজ যাওয়ার পথে 'শ্লীলতাহানি', অপমানে আত্মঘাতী ছাত্রী](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/06/25/380086-moesl.jpg)
ভবানন্দ সিংহ: প্রেমের প্রস্তাব প্রত্যাখানের জের? রাস্তায় 'শ্লীলতাহানি'র শিকার কলেজ ছাত্রী। অপমানে আত্মহত্যা করলেন তিনি। থানায় অভিযোগ দায়ের করেছেন পরিবারের লোকেরা। অভিযুক্ত এখনও অধরা। ঘটনাস্থল, উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ।
জানা গিয়েছে, মৃতের নাম ডলি রায়। বাড়ি, কালিয়াগঞ্জ থানার কুনোর এলাকায়। কালিয়াগঞ্জ কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন ডলি। পরিবারের লোকেদের অভিযোগ, সোমবার কলেজ যাচ্ছিলেন তিনি। স্থানীয় বাসস্ট্যান্ড থেকে যখন টোটোয় উঠতে যান, তখন ওই কলেজ ছাত্রীকে মারধর করে সুজয় সরকার নামে স্থানীয় এক যুবক। এমনকী, বাদ যায়নি শ্লীলতাহানিও!
আরও পড়ুন: Burdwan: খাওয়াদাওয়ার এলাহি আয়োজন, পঞ্চায়েত অফিসেই তৃণমূল উপ-প্রধানের 'আইবুড়ো ভাত'!
তারপর? খবর পেয়ে ডলিকে উদ্ধার করে বাড়িতে যান পরিবারের লোকেরাই। তাঁদের দাবি, মানসিক অবসাদে সেদিনই গলার ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই কলেজ পড়ুয়া। তাঁকে উদ্ধার করে প্রথমে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে, পরে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষায় হয়নি। শুক্রবার রাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন ডলি।
অভিযুক্ত যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন মৃতের পরিবারের লোকেরা। তাঁদের বক্তব্য, ডলিকে বেশ কয়েকবার প্রেমের প্রস্তাব দিয়েছিল ওই যুবক। প্রত্যাখান করার পর মাঝেমধ্যেই ওই তরুণীকে উত্যক্ত করত সে।