নিজস্ব প্রতিবেদন: স্বামী-স্ত্রীর বিবাদ, তার জেরে স্ত্রীকে তালাক দেওয়ার অভিযোগ যুবকের বিরুদ্ধে। পরে জামাইকে জুতোর মালা পরিয়ে, দড়ি-শেকল দিয়ে তাঁর হাত-পা বেঁধে মারধরের অভিযোগ শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রবিবার উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থানার সিনদহ এলাকায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নিগৃহীত ওই যুবকের পরিবারের দাবি, যুবককে নিগ্রহ করেন তাঁরই শ্বশুরবাড়ির লোকজনেরা। যুবক একদিন আগেই তালাক দিয়েছিল তাঁর স্ত্রীকে। সমাজ আলোচনায় বসে ব্যাপারটি মিটিয়ে নিতেও বলেছিল। অভিযোগ, সেই সালিশিতে আসেননি যুবক। তার পরই তাঁর উপর এই অত্যাচার নেমে আসে বলে অভিযোগ তাঁর পরিবারের। এলাকায় ভাইরালও করে দেওয়া হয় যুবকের উপর ওই অত্যাচারের ভিডিয়ো। 


আরও পড়ুন: আরামবাগ গার্লস স্কুলে রেজাল্ট বিভ্রাট, নম্বর বাড়ল ১৩৭ জন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর


স্থানীয় সূত্রে খবর, প্রায় ২ বছর আগে গোয়ালপোখর ব্লকের গতি পঞ্চায়েতের চারঘরিয়া গ্রামের বাসিন্দা ফিরোদার বিয়ে হয় পেশায় গাড়িচালক সিনদহ গ্রামের বাসিন্দা তৌফিক আলমের সঙ্গে। তবে তাঁদের মধ্যে দাম্পত্যকলহ লেগেই থাকত বলে জানা গেছে। শনিবার সেই বিবাদ চরমে ওঠে। শনিবার বিকেলে তৌফিক বাড়ি ফিরে স্ত্রীকে দেখতে না পেয়ে চটে যান। পরে প্রতিবেশীর বাড়ি থেকে স্ত্রী ফিরলেই তাঁকে মারধর করে তিন তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দেন বলে অভিযোগ। 


এদিকে মেয়ের উপর অত্যাচারের খবর পেয়ে তাঁর পরিবারের লোকেরা এসে জামাইয়ের সঙ্গে আলোচনা করেন। কিন্তু সমাধান না হওয়ায় ফিরোদাকে নিয়েই চারঘরিয়া চলে যান তাঁরা। 


রবিবার সকালে চারঘরিয়া এলাকায় দিদির বাড়িতে বিষয়টি নিয়ে আলোচনা করতে যান তৌফিক। সে সময়ে তাঁর শ্বশুরবাড়ির লোকেরা তৌফিককে ডেকে পাঠান। সেখানে তৌফিক গেলে অভিযোগ, তাঁর হাত-পা দড়ি ও শেকল দিয়ে বেঁধে শুরু হয় মারধর। তাঁর গলায় জুতোর মালাও পরিয়ে দেওয়া হয়। ঘটনার পরে তৌফিকের কোনও খোঁজ পাননি বলেই দাবি তাঁর পরিবারের লোকজনদের। 


খবর পেয়ে গোয়ালপোখর থানার পুলিস মেয়ের বাপেরবাড়ি এলাকায় যায়। কিন্তু তৌফিকের খবর না পেয়ে ফেরে পুলিস। এমতাবস্থায় গ্রামের মাতব্বরদের সালিশি সভার নিদানের অপেক্ষাতেই রয়েছে তৌফিকের পরিবার। যদিও অভিযুক্ত পক্ষের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি। স্থানীয় পঞ্চায়েত স্তরের কেউ এ বিষয়ে মুখ খুলতে রাজি হননি। তবে ওই গ্রামে এখনো বিষয়টি নিয়ে উত্তেজনা রয়েছে।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)


আরও পড়ুন: শিশু পাচারকাণ্ডে ৬ অভিযুক্তকে CID জেরা, কেন্দ্রীয় মন্ত্রীর শাস্তির দাবিতে সরব TMC