Mal Bazar: ৬ মাস টানা বন্ধ সরকারি অফিস, নাজেহাল মালবাজারের সাধারন মানুষ

জমির খাজনা দিতে আসা মানুষের বক্তব্য বহুদিন ধরে তাঁরা এই অফিসের দরজায় ঘুরেই চলেছেন কিন্তু কোনও কাজ হচ্ছে না। কারন অফিস সব সময় বন্ধই থাকছে। অফিস খুলবে কিনা বা অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছে কিনা সেই বিষয়ে কোনও খবর কারোর কাছে জানা নেই। সেই বিষয়ে কোনও নোটিশ অথবা ফোন নাম্বারও নেই অফিসের বাইরে।

Updated By: Feb 15, 2023, 09:12 AM IST
Mal Bazar: ৬ মাস টানা বন্ধ সরকারি অফিস, নাজেহাল মালবাজারের সাধারন মানুষ
নিজস্ব চিত্র

অরূপ বসাক: গত ৬ মাসের বেশি সময় ধরে সরকারি রাজস্ব পরিদর্শকের অফিস বন্ধ। আর এতেই সমস্যায় পড়েছেন সাধারন মানুষ। মালবাজার মহকুমার ওদলাবাড়ি বিধান পল্লী এলাকায় অবস্থিত এই অফিস। প্রতিদিন দুরদুরান্ত থেকে বহু মানুষ বিভিন্ন কাজ এবং জমির খাজনা জমা দিতে এসেও খালি হাতে ঘুরে যাচ্ছেন এই অফিস থেকে। এই ছবি প্রায় ছয় মাস ধরে দেখা যাচ্ছে বলে স্থানিয়দের অভিযোগ।

গত কয়েক দিন ধরে দেখা গেলো, বেলা ১২টা বেজে গেলেও অফিস খোলেনা। অফিসের দরজায় ঝুলছে বড় তালা। পাশাপাশি দীর্ঘ ছয় মাসের বেশি সময় ধরে এই অফিস বন্ধ থাকার ফলে, অফিসের মধ্যেই গজিয়ে উঠেছে বড় বড় গাছ। ভেঙে রয়েছে অফিসের জানলার কাচ। যখন তখন ভেঙে পড়তে পারে অফিসের একাংশ।

জমির খাজনা দিতে আসা মানুষের বক্তব্য বহুদিন ধরে তাঁরা এই অফিসের দরজায় ঘুরেই চলেছেন কিন্তু কোনও কাজ হচ্ছে না। কারন অফিস সব সময় বন্ধই থাকছে। অফিস খুলবে কিনা বা অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছে কিনা সেই বিষয়ে কোনও খবর কারোর কাছে জানা নেই। সেই বিষয়ে কোনও নোটিশ অথবা ফোন নাম্বারও নেই অফিসের বাইরে।

আরও পড়ুন: Bengal Weather Update: বুধবার মরসুমের শেষ শীতল দিন, এবার থেকে বাড়বে উষ্ণতার পারদ

আর এতেই সাধারণ মানুষের হয়রানী বাড়ছে। জমির খাজনা বাকি পরে যাচ্ছে। প্রতিদিন মাল ব্লকের বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ আসছে কিন্তু অফিস না খোলার কারনে কোনও কাজ হচ্ছে না।

আরও পড়ুন: Burdwan Medical College: জ্বর-সর্দি সঙ্গে প্রবল শ্বাসকষ্ট, শিশুদের বেডের ব্যবস্থা করতে হিমশিম খাচ্ছে বর্ধমান মেডিক্যাল

এই বিষয়ে মালবাজার এর এসডিএলআরও-র সঙ্গে ফোনে যোগাযোগ করলে, তিনি জানান, বিষয়টি তাঁর জানা নেই। পাশাপাশি এই বিষয়ে বিএলআরও-র সঙ্গে যোগাযোগ করে সমস্ত বিষয় শুনে জানাবেন বলে জানিয়েছেন তিনি।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.