নিজস্ব প্রতিবেদন: মালবাজার মহকুমার ডামডিমের কাছে খোঁজ মিলল কমপক্ষে ৫০টি হাতির। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, রাতের দিকে ভুট্টাবাড়ি জঙ্গল থেকে ওই হাতির দলটি ডামডিম এলাকার ধানক্ষেতে ঢোকে।  রাতভর ধান খেয়ে সকাল বেলায় গুহার পাশে একটি ঝোপের মধ্যে আশ্রয় নেয় হাতির দল। দলে বেশ কয়েকটি শাবকও রয়েছে বলে জানা গিয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- মেয়ে-জামাইকে অপহরণের চেষ্টা শ্বশুরবাড়ির, ধুন্ধুমার


স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, কয়েকদিন ধরে গুহার কাছে আশ্রয় নিয়েছে হাতির দলটি। যার কারণে আতঙ্কে রয়েছেন এলাকার মানুষ। এক স্থানীয়র কথায়, গুহার মধ্য দিয়ে জাতীয় সড়কে চলে আসতে পারে তারা।  এর কারণে লোকজন ভয়ে চলাচল করতে পারছে না।


আরও পড়ুন- অবৈধভাবে ট্রেনের টিকিট বিক্রি, পুলিসের জালে হাবড়ার ২ ট্রাভেল এজেন্সির মালিক


গতকাল রাত থেকেই মালবাজার বন কর্মীরা পাহাড়া দিচ্ছেন হাতিগুলোকে। যাতে গ্রামে বা ৩১ নম্বর জাতীয় সড়কে চলে না আসে। এলাকার বাসিন্দা, রীতেষ কারক বলেন, বৌদ্ধ গুহার ওপর থেকে হাতিগুলো দেখা যাচ্ছে। গ্রামে চলে আসলে বিপদ হবে। হাতির ভয়ে ডামডিম গ্রাম পঞ্চায়েতের কাজ বন্ধ রেখেছেন স্থানীয়রা।