নিজস্ব প্রতিবেদন: মেয়েকে মারধর করছে জামাই ও তাঁর বাবা-একথা শুনতে পেয়েই ছুটে গিয়েছিলেন বাবা। মেয়েকে জামাইয়ের মারের হাত থেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হলেন এক প্রৌঢ়। তাঁকে বাঁশ দিয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে বাসন্তীর রাধারানিপুর গ্রামে। আহত ব্যক্তি ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি।
রবীন ঘোষ তাঁর মেয়েকে নিজে দেখেই বিয়ে দিয়েছিলেন রাধারানিপুর গ্রামের বাসিন্দা। কিন্তু অভিযোগ, বিয়ের পর থেকেই মেয়ের ওপর অত্যাচার চালাত জামাই ও তার বাড়ির লোকজন। বিভিন্ন সময়ে টাকাপয়সার দাবিতেও চলত অত্যাচার।
দলীয় কার্যালয়ে ঢুকে আইএনটিটিইউসি-র নেতাকর্মীকে ‘মার’
রবিবার রাতেও রবীন জানতে পারেন, তাঁর মেয়েকে মারধর করছে শ্বশুরবাড়ির লোকজন। প্রতিবেশীদের মারফত্ এই খবর জানতে পেরেই মেয়ের শ্বশুরবাড়ি ছুটে যান রবীন। মেয়েকে আক্রান্ত দেখে তিনি নিজেই তাঁকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন। অভিযোগ, মেয়ের শ্বশুরবাড়ির সদস্যরা তাঁকেও মারধর করা শুরু করে। মাটিতে ফেলে বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পরে স্থানীয়রাই গিয়ে তাঁকে উদ্ধার করে। আহত অবস্থায় তাঁকে বাসন্তী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনায় বাসন্তী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তে নেমেছ পুলিস।
মেয়েকে জামাইয়ের মারের হাত থেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত বাবা!