কনের বাড়িতে এসে তাঁর আত্মীয়কেই ফুটন্ত ভাতের কড়াইয়ে ফেলল ২ বরযাত্রী!
সানাইয়ের সুরের তাল কাটল এক ব্যক্তির আর্তনাদে। ছুটে যেতেই শিউরে ওঠলেন বরযাত্রী ও কনের বাড়ির লোক।
নিজস্ব প্রতিবেদন: সানাইয়ের সুরে গমগম করছে এলাকা। সঙ্গে উলুধ্বনি। ছাদনাতলায় তখন বর-কনের শুভদৃষ্টি সম্পন্ন হয়েছে। বিয়ের আমেজে আচমকাই ছন্দপতন। সানাইয়ের সুরের তাল কাটল এক ব্যক্তির আর্তনাদে। ছুটে যেতেই শিউরে ওঠলেন বরযাত্রী ও কনের বাড়ির লোক। দেখেন, পাত্রীর এক আত্মীয় উনুনের ওপর বসানো ফুটন্ত ভাতের কড়াইয়ের মধ্যে পড়ে রয়েছেন। সারা শরীর ঝলসে গিয়েছে তাঁর। প্রথমে মনে করা হয়েছিল দুর্ঘটনা, কিন্তু তাঁকে উদ্ধারের পর যা জানা যায় তা আরও চাঞ্চল্যকর। জানা যায়, বিয়েবাড়িতে মদ খাচ্ছিল দুই বরযাত্রী। প্রতিবাদ করেছিলেন কনের আত্মীয়। তারপরই ফুটন্ত ভাতের কড়াইয়ের মধ্যে ঠেলে ফেলে দেয় ওই দুই যুবক। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কালনার তেহাটা গ্রামে। আহত যুবক কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিত্সাধীন।
আরও পড়ুন: নৌকার ভিতরে উঁকি দিতেই পুলিসের শরীর দিয়ে বয়ে গেল হিমস্রোত!
বুধবার তেহাটা গ্রামে আত্মীয়ের বিয়েতে গিয়েছিলেন বছর ছাব্বিশের যুবক বাবু মুর্মু। সন্ধ্যায় বরযাত্রীরা আসেন। অভিযোগ, বরযাত্রীদের মধ্যে কয়েকজন মদ্যপান করছিলেন। বিয়ের আসরের মধ্যেই এ ঘটনা মেনে নিতে পারেননি বাবু। তাঁদের বারণ করেন বাবু। এই নিয়ে দুপক্ষের মধ্যে বচসা বাধে। বিয়ের আসর থেকে সরে গিয়ে তারা যেখানে রান্নার আয়োজন করা হয়েছিল, সেখানে সরে যায়। অভিযোগ, সেখানে দাঁড়িয়েও মদ্যপান করে চিত্কার চেঁচামেচি করছিল বপন ও অবিনাশ মাণ্ডি নামে দুই যুবক। কনের বাড়ির লোকেদের সম্মানের কথা ভেবে বাবু ওই দুই যুবককে বাধা দেন। অভিযোগ, এরপরই বপন ও অবিনাশ বাবুকে ফুটন্ত ভাতের কড়াইয়ের মধ্যে ফেলে দেয়। ঘটনার পর থেকে পলাতক দুই অভিযুক্ত। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে কালনা থানার পুলিস।