স্ত্রীর নামে জমি না লিখে দেওয়ায় দিদিমাকে খুন করে আত্মসমর্পণ নাতির

অভিযুক্ত যুবক সাহাবুদ্দিন মণ্ডল ঘটনার পর জলঙ্গি থানায় গিয়ে আত্মসমর্পণ করে।  

Updated By: Aug 5, 2019, 02:07 PM IST
স্ত্রীর নামে জমি না লিখে দেওয়ায় দিদিমাকে খুন করে আত্মসমর্পণ নাতির

নিজস্ব প্রতিবেদন: দিদিমাকে মাথায় বাঁশ দিয়ে আঘাত করে খুন তারপর থানায় গিয়ে আত্মসমর্পণ নাতির। মুর্শিদাবাদের জলঙ্গির সাহেবরামপুরে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত যুবক সাহাবুদ্দিন মণ্ডল ঘটনার পর জলঙ্গি থানায় গিয়ে আত্মসমর্পণ করে।

 

পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে সাহাবুদ্দিন দিদিমা মাছেরা বেওয়াকে তার স্ত্রীর নামে জমি লিখে দিতে বলে। কিন্তু দিদিমা রাজি না হওয়ায় তাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বৃদ্ধার।

গঙ্গারামপুরের অনাস্থা প্রস্তাবের ওপর ভোট আজই, চেয়ারম্যানের আর্জি খারিজ করে জানিয়ে দিল হাইকোর্ট

পরিবারের লোকজন সাহাবুদ্দিনকে বাঁধা দিতে যাওয়ার আগেই দুর্ঘটনাটি ঘটে যায়। যুবকের এই কীর্তিতে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

 

 

.