জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে শুরু হল ‘বন্ধন স্কুল অফ বিজনেস’। বন্ধন বুধবার শান্তিনিকেতনের বোলপুরে তাদের প্রথম ম্যানেজমেন্ট ইনস্টিটিউট ‘বন্ধন স্কুল অফ বিজনেস’ এর সূচনা করেছে। এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থীরা এমবিএ পড়ার সুযোগ পাবে বলে জানা গিয়েছে। পাশাপাশি এটি বন্ধনের সামগ্রিক শিক্ষামূলক কার্যক্রমের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বোলে মনে করা হচ্ছে। আগামী শিক্ষাবর্ষ থেকে প্রথম ব্যাচের এমবিএ শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে বলে জানানো হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের এমএসএমই এবং টেক্সটাইল দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দোপাধ্যায় এই শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইপিএস শিবাজী ঘোষ এবং কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার সৌমেন মিত্র। বন্ধন ব্যাঙ্কের চেয়ারম্যান অনুপ কুমার সিনহা এবং বন্ধনে প্রতিষ্ঠাতা চন্দ্রশেখর ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


বন্ধন স্কুল অফ বিজনেস এর ক্যাম্পাসটি ২.৪৫ লক্ষ বর্গফুট এলাকা জুড়ে অবস্থিত। ক্লাসরুমগুলিতে প্রায় ৩০০ জন শিক্ষার্থী বস্তে পারেন বলে জানা গিয়েছে। হোস্টেলগুলিতেও ৩০০ জন ছাত্রের থাকার জন্য ব্যবস্থা রয়েছে। প্রয়োজনীয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ইনস্টিটিউটের মধ্যে একটি সুসজ্জিত অডিটোরিয়ামও রয়েছে। এছাড়াও রয়েছে একটি অত্যাধুনিক কম্পিউটার ল্যাব এবং শিক্ষার্থীদের জন্য একটি লাইব্রেরি। 


আরও পড়ুন: CBI raids Minister Moloy Ghatak Home: ওয়ারেন্ট ছাড়াই পাচারকাণ্ডে সিবিআই হানা! কী সম্পত্তি আছে বাড়িতে? জানালেন মলয়পুত্র


বন্ধন স্কুল অফ বিজনেসের মূল লক্ষ্য হল শিক্ষার্থীদের সামগ্রিক এবং বৃত্তিমূলক উন্নয়ন এবং নবউদ্যোগীদের উৎসাহিত করা। কলেজের তরফে জানানো হয়েছে যে সকলের উন্নয়ন এবং সমাজের সকল স্তরের মহিলাদের অংশগ্রহণকে উৎসাহিত করবে তাঁরা। 


এই অনুষ্ঠানে বন্ধনের প্রতিষ্ঠাতা চন্দ্র শেখর ঘোষ বলেন, ‘গুরুদেবের শান্তিনিকেতনের এই পুন্যভূমিতে একটি বিজনেস স্কুল স্থাপন করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আন্তর্জাতিক শিক্ষার বাজারে প্রতিযোগিতা করার মত মানব সম্পদ তৈরির জন্য আমরা এই বন্ধন স্কুল অফ বিজনেস প্রতিষ্ঠা করেছি। এডুকেশন সেক্টরের প্রতি আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রকৃত উদ্যোক্তাদের সঠিক পরিচর্যার কাজে আমরা নৈতিকভাবে যুক্ত, যারা সমাজকে পরিবর্তন করার চেষ্টা করবে’।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)