নিজস্ব প্রতিবেদন: ফের দুর্ঘটনা ঘটল ব্যারাকপুর-কল্যাণী এক্সপ্রেসওয়েতে (Kalyani Expressway)। প্রাণ গেল খোদ পুলিসকর্মীরই। দুর্ঘটনার পর তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। কিন্তু বাঁচানো যায়নি। নিছকই দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র? খতিয়ে দেখছে পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, মৃতের নাম উজ্জ্বল ভট্টাচার্য। বাড়ি, উত্তর ২৪ পরগনার ইছাপুরে। ব্যারাকপুর পুলিস কমিশনারেটে গোয়েন্দা বিভাগে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর (ASI) পদে কর্মরত ছিলেন তিনি। ঘড়িতে তখন সাড়ে ১২টা। রাতে ব্যারাকপুর-কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে বাড়ি ফিরছিলেন। স্থানীয় বাবনপুর এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন ওই পুলিসকর্মী। রাস্তায় লুটিয়ে পড়েন তিনি।


আরও পড়ুন: Canning Suicide Case: কাছের মানুষের সঙ্গে 'বিবাদ'! চরম পদক্ষেপ গৃহবধূর; সবজির দোকানে ভয়ঙ্কর পরিণতি যুবকের


খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন টিটাগড় থানার পুলিস। গুরুতর জখম অবস্থায় গোয়েন্দা বিভাগে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরকে (ASI) নিয়ে যাওয়া হয় ব্যারাকপুরের বিএন বসু হাসপাতালে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। হাসপাতালে উজ্জ্বল ভট্টাচার্যকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।


আরও পড়ুন: Balurghat: শরীরে ডিম্বাশয়! ল্যাবের রিপোর্টে থ বালুরঘাটের ৮৪-র বৃদ্ধ


ব্যারাকপুর-কল্যাণী এক্সপ্রেসওয়ের নিরাপত্তা অভিযোগ ওঠেছে বহুবার। প্রায়ই দুর্ঘটনা ঘটে। কিন্তু গোয়েন্দা বিভাগে কর্মীর মৃত্যুতে রীতিমতো ধন্দে পুলিস। ঘটনার পিছনে কোনও ষড়যন্ত্র ছিল কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারী। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)