নিজস্ব প্রতিবেদন: ইসলামপুর শহরে আজ এক অদ্ভুত পুলিশকর্মীকে দেখা গেল। যিনি যমরাজের সাজে মানুষকে সচেতন করছেন মাক্স স্যানিটাইজার দিয়ে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নাম তাঁর বাপন দাস। তিনি কলকাতা পুলিসের কর্মী (police)। সেই সঙ্গে একজন সমাজকর্মীও। আজ, রবিবার তিনি যমরাজের সাজে সেজে মাস্ক পরে (মানে, যমরাজের মুখে মাস্ক পরিয়ে) পথে বেরিয়েছেন। তাঁর গলায় সাইনবোর্ড ঝোলানো। তাতে লেখা-- 'নিজে বাঁচুন অন্যকে বাঁচান'।


আরও পড়ুন: বারুইপুরে খুলল ১০০ শয্যার Covid হাসপাতাল, কাল থেকেই ভর্তি শুরু


যমরূপী পুলিস বাপন ইসলামপুরের রাস্তায়, হাসপাতালে, টার্মিনাস এলাকায় বিভিন্ন পথচারী, বাইক আরোহী, টোটোচালক, ও বাসযাত্রীদের মধ্যে সচেতনতার প্রচার করেন। তিনি সকলকে এই কোভিড-পর্বে (covid) মাস্ক পরার অনুরোধ করেন। বলেন, যেখানে যমরাজ স্বয়ং মৃত্যুভয়ে বিচলিত এবং তিনিও মাস্ক পরছেন, তা হলে আপনারা কেন পরবেন না? সকলকে হাতজোড় করে মাস্ক পরার অনুরোধ করেন যমরূপী বাপন। 


বাপন বলেন, করোনার বিরুদ্ধে বাঁচার একমাত্র উপায় mask-sanitizer ব্যবহার করা এবং সোশ্যাল ডিসটেন্স রক্ষা করে চলা।  তাই এই কায়দায় মানুষকে সচেতন করার জন্য ইসলামপুরের পথে নেমেছি। 


আরও পড়ুন: করোনা-আতঙ্কে জনশূন্য সপ্তাহের সব চেয়ে বড় হাট