ডানকুনি স্টেশনে দুর্ঘটনা, দূরন্ত এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু রেল আধিকারিকের

কীভাবে ঘটল দুর্ঘটনা?

Updated By: Jun 20, 2021, 05:13 PM IST
ডানকুনি স্টেশনে দুর্ঘটনা, দূরন্ত এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু রেল আধিকারিকের

নিজস্ব প্রতিবেদন: করোনাকালে লোকাল ট্রেন বন্ধ। চলছে হাতে গোনা কয়েকটি স্টাফ স্পেশাল ও দূরপাল্লার ট্রেন। ডাউন দূরন্ত এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ হারালেন রেলেরই এক আধিকারিক। দুর্ঘটনা ঘটল হুগলি ডানকুনি স্টেশনে।

জানা গিয়েছে, মৃতের নাম মহিতোষ বিশ্বাস। বাড়ি, হাওড়া লিলুয়ার। ডানকুনি স্টেশনে সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন তিনি।  ঘড়িতে তখন সকাল দশটা। ৪ নম্বর প্ল্যাটফর্মে কাজ করছিলেন মহিতোষ। প্ল্যাটফর্মে ডাউন লাইনে চলে আসে দুরন্ত এক্সপ্রেস। ট্রেনটি ধাক্কা মারে রেলের ওই আধিকারিককে। ঘটনাস্থলেই মারা যান ডানকুনি স্টেশনের সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার। খবর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন: রেশনে মেয়াদ উত্তীর্ণ নিম্নমানের আটা! চরম বিক্ষোভ হাওড়ায়

রাজ্য করোনা গ্রাফ নিম্নমুখী। বিধিনিষেধ বহাল থাকলেও, বেশ কয়েকটি ক্ষেত্রেও ছাড় দিয়েছে সরকার। লোকাল ট্রেন পরিষেবা কবে চালু হবে? রাজ্য সরকারকে চিঠি দিয়েছে রেল। তাঁদের দাবি, এ রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মীদেরও স্টাফ স্পেশাল ট্রেনে দেওয়া হয়েছে। ফলে রেলকর্মীদের সঙ্গে সাধারণ যাত্রীরা যেমন ঝামেলা জড়িয়ে পড়ছেন, তেমনি আবার ট্রেনে মাত্রারিক্ত ভিড়ও হচ্ছে। ফলে কোভিড প্রোটোকল মানা যাচ্ছে না। এই পরিস্থিতিতে রাজ্য সরকারকে কার্যত লোকাল ট্রেন চালু করারই পরামর্শ দিয়েছে রেল। 

(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.