Diamond Harbour: শ্বাসনালীতে আটকে সেফটিপিন, ডায়মন্ড হারবার হাসপাতালে সফল অস্ত্রোপচার

অস্ত্রোপচার ছাড়া এই পিন বের করা সম্ভব ছিলনা বলে জানা যায়। এর পরেই ডায়মন্ডহারবার সুপার স্পেশালিটি হাসপাতালের ইএনটি বিভাগের চিকিৎসক ডাক্তার পারমিতা রায়ের তত্ত্বাবধানে সাজিদা বিবির শ্বাসনালীতে আটকে থাকা সেফটিপিন অস্ত্রোপচার করে বের করা হয়। সফল অস্ত্রোপচারের পরে বর্তমানে সুস্থ রয়েছেন সাজিদা বিবি।

Updated By: Mar 5, 2023, 09:24 AM IST
Diamond Harbour: শ্বাসনালীতে আটকে সেফটিপিন, ডায়মন্ড হারবার হাসপাতালে সফল অস্ত্রোপচার
নিজস্ব চিত্র

নকীব উদ্দিন গাজী: বিরল অস্ত্রোপচারে বড়সড় সাফল্য পেল ডায়মন্ড হারবার গভর্ণমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল। বৃদ্ধার শ্বাসনালীতে আটকে থাকা সেফটি পিন সফলভাবে অস্ত্রোপচার করে বের করলেন চিকিৎসকেরা।

জানা গিয়েছে, ডায়মন্ড হারবার ১ নং  ব্লকের কুলেশ্বর গ্রামের বাসিন্দা সাজিদা বিবি জিলিপি খেতে গিয়ে গলায় সেফটিপিন আটকে ফেলেন। তাঁর বয়স ৬৫ বছর প্রথমে তিনি পরিবারের লোকজনকে জানান যে তাঁর গলায় কিছু একটা আটকে গেছে। পরে পরিবারের লোকজন তাকে নিয়ে ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে গলার এক্সরে করার পরেই দেখা যায় তার শ্বাসনালীতে একটি সেফটিপিন আটকে রয়েছে।

অস্ত্রোপচার ছাড়া এই পিন বের করা সম্ভব ছিলনা বলে জানা যায়। এর পরেই ডায়মন্ডহারবার সুপার স্পেশালিটি হাসপাতালের ইএনটি বিভাগের চিকিৎসক ডাক্তার পারমিতা রায়ের তত্ত্বাবধানে সাজিদা বিবির শ্বাসনালীতে আটকে থাকা সেফটিপিন অস্ত্রোপচার করে বের করা হয়। সফল অস্ত্রোপচারের পরে বর্তমানে সুস্থ রয়েছেন সাজিদা বিবি।

আরও পড়ুন: Jalpaiguri: নেই জলের কল, বেহাল রাস্তা; ভোট বয়কটের ডাক জলপাইগুড়িতে

অবশ্য এই বিষয়ে ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার জয়ন্ত সুকুল বলেন, ‘ডায়মন্ড হারবার গভর্ণমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রায়ই এই ধরনের বিরল অস্ত্রোপচার করা হয় এবারেও সফল অস্ত্রোপচার করা হয়েছে সাজিদা বিবির’।

আরও পড়ুন: Birbhum: উদ্ধার প্রায় ২৪ টন অবৈধ কয়লা, পাচার রুখতে তৎপর পুলিস

অন্যদিকে সাজিদা বিবির পরিবারের লোকজন জানিয়েছেন, গলার শ্বাসনালীতে সেফটিপিন আটকে পড়ায় খুব সমস্যায় পড়ে গেছিলেন তারা কিন্তু ডায়মন্ড হারবারের মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকদের তৎপরতায় সফল অস্ত্রপচারের ফলেই নতুনভাবে প্রাণ ফিরে পায় সাজিদা বিবি। এই নিয়ে ডায়মন্ড হারবারের মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকদের ধন্যবাদ জানান সাজিদা বিবির পরিবারের লোকজন। বর্তমানে অনেকটাই সুস্থ রয়েছেন সাজিদা বিবি।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.