Mamata In Bardhaman: মুখ্যমন্ত্রীর সভা থেকে নিখোঁজ তৃণমূলকর্মী! উৎকণ্ঠায় পরিবার
ফের জেলা সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বর্ধমান শহরে জনসভা করেন তিনি। সেই সভাতেই গিয়েছিলেন ওই তৃণমূলকর্মী।
অরূপ লাহা: বর্ধমানে মুখ্যমন্ত্রীর সভায় যোগ দিতে যাওয়ার পথে নিখোঁজ তৃণমূলকর্মী। স্থানীয় বিধায়ক ও পুলিসের দ্বারস্থ পরিবারের লোকেরা। খোঁজ চালাচ্ছেন নিজেরাও।
জানা গিয়েছে, নিখোঁজ ওই তৃণমূলকর্মীর নাম রবীন্দ্রনাথ সাঁই। বাড়ি, পূর্ব বর্ধমানের মেমারির দেহুড়া গ্রামে। এলাকায় তৃণমূলকর্মী হিসেবে পরিচিতি যথেষ্টই। পরিবারের লোকেদের দাবি, গতকাল সোমবার সকালে গ্রামের অন্যন্য তৃণমূলকর্মীদের সঙ্গে বাসে চেপে বর্ধমান শহরে মুখ্যমন্ত্রীর সভাস্থলের উদ্দেশ্যে রওনা দেন রবীন্দ্রনাথ।
বাসে যাঁরা ছিলেন, তাঁদের দাবি, বর্ধমান শহরের বাবুরবাগ এলাকায় নেমে যখন পাঁয়ে হেঁটে সভাস্থলে দিয়ে যাচ্ছিলেন, তখনই দলছুট হয়ে যান রবীন্দ্রনাথ। এরপর সভাস্থলে পৌঁছেও তাঁকে আর দেখতে পাননি। এমনকী, সভা শেষে বাসেও ওঠেননি ওই তৃণমূলকর্মী। কোথায় গেলেন? বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর মেমারির উদ্দেশ্যে রওনা দেন বাকিরা। ইতিমধ্যেই বর্ধমান ও মেমারিতে রবীন্দ্রনাথ সাইঁয়ের খোঁজ করেছেন পরিবারের লোকেরা। ঘটনাটি জানানো হয়েছে মেমারির তৃণমূল বিধায়ক ও বর্ধমান থানায়ও। তবে এখনও পর্যন্ত ওই তৃণমূলকর্মীর সন্ধান মেলেনি।