রাজ্যে করোনায় মৃত মোট ৪,০০৩; আক্রান্তের সংখ্যা বেড়ে ২,০৫,৯১৯

সবমিলিয়ে রাজ্য়ে করোনায় মৃত্যু হয়েছে মোট ৪,০০৩ জনের। ১৪ সেপ্টেম্বর অনুযায়ী রাজ্যে  সক্রিয় আক্রান্তের সংখ্যা ২৩,৬৯৩জন।

Updated By: Sep 14, 2020, 10:56 PM IST
রাজ্যে  করোনায় মৃত মোট ৪,০০৩; আক্রান্তের সংখ্যা বেড়ে ২,০৫,৯১৯

নিজস্ব প্রতিবেদন: পুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে। আগামী বৃহস্পতিবার মহালয়া। প্রস্তুতি চলছে তবে এর মাঝেই উদ্বেগ বাড়াচ্ছে করোনা। দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩,২১১ জন। এ নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২,০৫,৯১৯ জন। পাশাপাশি করোনায় ১ দিনে প্রাণ হারিয়েছেন ৫৮ জন। সবমিলিয়ে রাজ্য়ে করোনায় মৃত্যু হয়েছে মোট ৪,০০৩ জনের। ১৪ সেপ্টেম্বর অনুযায়ী রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা ২৩,৬৯৩জন।

আরও পড়ুন:  রাজ্য পুলিসে রদবদল; বদলি করা হল ৪ জেলার এসপিকে,সরলেন হুগলি গ্ৰামীণের পুলিস সুপার

তবে আশা জাগাচ্ছে সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন মোট ৩,০৮৪ জন। সবমিলিয়ে এখনও পর্যন্ত হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ১,৭৮, ২২৩ জন। সবমিলিয়ে রাজ্যে সুস্থতার হার দাঁড়িয়েছে ৮৬.৫৫ শতাংশ। 

অন্যদিকে দেশে কিছুটা কমল দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত ৯২,০৭১। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল প্রায় সাড়ে ৪৮ লাখ । গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১,১৩৬ জনের। মৃতের সংখ্যা বেড়ে হল প্রায় ৮০ হাজার। দেশে করোনা উদ্বেগের মধ্যে আশার আলো সুস্থতার হার। একদিনে সুস্থ সাড়ে ৭৭ হাজার । দেশে সুস্থতার হার ৭৮ শতাংশ

.