Abhishek Banerjee: 'সিনেমাটা ১ নভেম্বরের পর থেকে দেখাব', হুঁশিয়ারি অভিষেকের...

ডায়মন্ড হারবারে পুজো জনসংযোগে গিয়ে কেন্দ্রকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। বললেন,  'গায়ের জোরে যদি কেউ বাংলার মানুষের টাকা আটকে রাখতে চেষ্টা করে, সে সফল হবে না'।

Updated By: Oct 16, 2023, 07:40 PM IST
Abhishek Banerjee: 'সিনেমাটা ১ নভেম্বরের পর থেকে দেখাব', হুঁশিয়ারি অভিষেকের...

প্রবীর চক্রবর্তী: 'গায়ের জোরে যদি কেউ বাংলার মানুষের টাকা আটকে রাখতে চেষ্টা করে, সে সফল হবে না'। ডায়মন্ড হারবারে পুজো জনসংযোগে গিয়ে কেন্দ্রকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। বললেন, 'আমি আপনাদের কথা দিচ্ছি, আমাকে ৬ মাস সময় দিন। আপনার টাকা আমরা আনব'। 

আরও পড়ুন:  Malda: অন্তর্বাসের ট্যাগ দেখে মালদায় খুন তরুণীকে শনাক্ত পুলিসের, চিনতেই পারল না স্বামী!

বকেয়া আদায়ের লক্ষ্যে দিল্লিতে গিয়ে 'হেনস্থা'র মুখে পড়েছিলেন তৃণমূল সাংসদ, বিধায়করা। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের দাবিতে কৃষি ভবনে ধরনায় বসেছিলেন কাকলি ঘোষদস্তিদার, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্ররা। স্রেফ টেনে হিঁচড়ে বের করাই নয়, তিনটি বাসে চাপিয়ে তাঁদের নিয়ে যাওয়া হয়েছিল উৎসব সদন পুলিস লাইনে।

এদিকে কলকাতা ফেরার পর যেদিন রাজভবন অভিযানের ডাক দেন অভিষেক, সেদিনই বন্যাকবলিত এলাকায় পরিদর্শন করতে উত্তরবঙ্গ সফরে চলে যান রাজ্যপাল। কেন? রাজভবনের সামনে ধরনায় বসেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড।

এদিন ডায়মন্ড হারবারের সরিষায় পুজো জনসংযোগ কর্মসূচিতে অভিষেক বলেন, '৫ দিন ধরনা চলার পরে, ৯ তারিখ রাজ্যপাল আমাদের সময় দিয়েছিল।  সেটা শুধুমাত্র ট্রেলার ছিল, সিনেমাটা আমরা ৩১ অক্টোবরের পর, ১ নভেম্বরের পর থেকে দেখাব। গায়ের জোরে যদি কেউ বাংলার মানুষের টাকা আটকে রাখতে চেষ্টা করে, সে সফল হবে না। মানুষ শেষকথা বলবে। একশোর দিনে টাকা যাঁরা পাননি, যাঁরা বঞ্চিত, বাংলার ২১ লক্ষ ৭৫ হাজার পরিবার। একশোর দিনের কাজ করে ২ বছর ধরে বসে রয়েছে, আপনাদের পারিশ্রমিক নরেন্দ্র মোদী সরকার আটকে রেখে দিয়েছে'।

আরও পড়ুন:  Durga Puja 2023: বুড়ো বটের কোটর দিয়ে বনদেবীর পথ, চত্বর জুড়ে তাল গাছ আর বাবুইয়ের বাসা...

অভিষেকের আরও বক্তব্য,  'আমি আপনাদের কথা দিচ্ছি, আমাকে ৬ মাস সময় দিন। আপনার টাকা আমরা আনব। যদি আনতে না পারি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যদি, ৩৭ হাজার কোটি টাকা দিয়ে বাংলার মানুষকে লক্ষ্মীর ভান্ডার দেয়, তাহলে আপনার পারিশ্রমিকের ব্যবস্থাও মা-মাটি-মানুষের সরকার করবে। কারও উপর নির্ভর থাকতে হবে না'।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.